অনন্ত-রাধিকার বিয়েতে অমিতাভ-জয়ার পা ছুঁয়ে প্রণাম শাহরুখের, বাদশা সৌজন্যে মুগ্ধ নেটপাড়া

কলকাতা: শুক্রবার দিনভর বিশ্বের নজর ছিল বাণিজ্যনগরীর দিক৷ এদিন সন্ধ্যায় রাধিকা মার্চেন্টের সঙ্গে সাতপাকে বাধা পড়েন আম্বানি পরিবারের ছোট রাজপুত্তুর অনন্ত৷ সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁদেরই…

srk anant

কলকাতা: শুক্রবার দিনভর বিশ্বের নজর ছিল বাণিজ্যনগরীর দিক৷ এদিন সন্ধ্যায় রাধিকা মার্চেন্টের সঙ্গে সাতপাকে বাধা পড়েন আম্বানি পরিবারের ছোট রাজপুত্তুর অনন্ত৷ সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁদেরই বিয়ের চর্চা৷  অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানের ছোট ছোট ভিডিয়োতে ছয়লাপ নেটপাড়া। এই সবের মাঝেই ভাইরাল হল শাহরুখের একটি ভিডিয়োও। যা দেখে মুগ্ধ কিং খানের ভক্তরা।

 

ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যায়, অমিতাভ ও জয়া বচ্চনকে সামনে দেখেই পায়ে হাত দিয়ে প্রণাম করেন শাহরুখ। যা দেখে ভক্তরা বলছে, এ যেন ‘কভি খুশি কভি গম মোমেন্ট’। এমনকী, নীতি আম্বানি ও মুকেশ আম্বানির সঙ্গে বলিউডি গানে নাচেও ঝড় তোলেন শাহরুখ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *