বারবার খারিজ আরিয়ানের জামিনের আবেদন, মানশিন্ডেকে সরালেন ক্ষুব্ধ শাহরুখ

বারবার খারিজ আরিয়ানের জামিনের আবেদন, মানশিন্ডেকে সরালেন ক্ষুব্ধ শাহরুখ

মুম্বই:  কিছুতেই যেন মুক্তি মিলছে না৷ বারবার আদালতে খারিজ হয়ে যাচ্ছে শাহরুখ-পুত্র আরিয়ান খানের জামিনের আর্জি৷ আজ আরিয়ানকে জামিন দেওয়া হবে কিনা সে দিকেই তাকিয়ে বাদশার অনুরাগীরা৷ তবে রায় বেরনোর আগেই আইনজীবী সতীশ মানশিন্ডের উপর আস্থা হারালেন শাহরুখ৷ আরিয়ানের আইনজীবী হিসাবে অমিত দেশাইকে নিয়োগ করলেন তিনি৷ 

আরও পড়ুন- আরিয়ানের আগে আর্থার রোড জেলে রাত কাটিয়েছেন এই ৫ তারকা, জানেন তাঁরা কারা?

গত সপ্তাহে ম্যাজিস্ট্রেট কোর্টে খারিজ হয়ে যায় আরিয়ানের জামিনের আর্জি। সোমবার বিশেষ এনডিপিএস আদালতে নতুন করে শাহরুখ-পুত্রের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী সতীশ মানেশিন্ডে। আজ আদালতে চলছে আরিয়ান খানের জামিনের আবেদনের শুনানি।  তবে জামিন পেতে দেরি হওয়ায় মানশিণ্ডের উপর ক্ষুব্ধ শাহরুখ বদল করে নেন আইনজীবী৷ এদিকে আদালতে আরিয়ানের জামিনের বিরোধিতা করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো৷ তাঁদের দাবি, আরিয়ান ও এই মামলায় গ্রেফতার হওয়া বাকি অভিযুক্তদের সঙ্গে আন্তর্জাতিক মাদক চক্রের যোগ রয়েছে৷ আরিয়ানের ফোন ও হোয়াটঅ্যাপ ঘেঁটে সেই প্রমাণ তাঁদের হাতে এসেছে বলেও দাবি৷ 

গত ২ অক্টোবর রাতে মুম্বই থেকে গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী কর্ডেলিয়ার রেভ পার্টি থেকে আরিয়ান ও তাঁর সঙ্গীদের আটক করে এনসিবি৷ গোপন সূত্রে থবর পেয়ে যাত্রী সেজে প্রোমোদতরীতে ওঠেন এনসিবি অফিসাররা৷ টানা জেরার পর গ্রেফতার করা হয় আরিয়ান খানকে। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি। আর্থার রোড থেকে তাঁকে বার করে আনতে মরিয়া প্রয়াস চালাচ্ছেন শাহরুখ৷ ছেলের গ্রেফতারির খবর পেয়েই শ্যুটিং স্থগিত করেন কিং খান৷ আরিয়ানকে জামিনে ছাড়তে সতীশ মানশিন্ডেকে নিয়োগ করেন তিনি৷ কিন্তু বারবার জামিন নাকোচ হওয়ায় ক্ষুব্ধ শাহরুখ মানশিন্ডেকে সরিয়ে নিয়োগ করলেন অমিত দেশাইকে৷ 

প্রসঙ্গত এর আগে বলিউডের বহু মামলা লড়েছেন মানশিন্ডে৷ সলমন খানের কৃষ্ণসার হরিণ শিকার মামলায় লড়েছিলেন তিনি৷ শেষ পর্যন্ত তাঁকে জামিনও পাইয়ে দেন সতীশ৷ সঞ্জয় দত্তের হয়েও মামলা লড়েছেন এই মানশিন্ডে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + two =