নানা বিতর্কে ভরপুর শ্রাবন্তীর জীবন, দেখুন অভিনেত্রীর ছোটবেলার কিছু ছবি

কলকাতা: শ্রাবন্তীর জীবন বিতর্কে ভরা। সম্প্রতি ভেঙে গিয়েছে তাঁর তৃতীয় বিয়েও। তারপর থেকে ক্রমাগত ট্রোলড হচ্ছেন শ্রাবন্তী। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার স্মৃতি শেয়ার করলেন অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের স্কুল জীবনের ছবি পোস্ট করেন নায়িকা। 

 

কলকাতা: শ্রাবন্তীর জীবন বিতর্কে ভরা। সম্প্রতি ভেঙে গিয়েছে তাঁর তৃতীয় বিয়েও। তারপর থেকে ক্রমাগত ট্রোলড হচ্ছেন শ্রাবন্তী। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার স্মৃতি শেয়ার করলেন অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের স্কুল জীবনের ছবি পোস্ট করেন নায়িকা।

শোনা যায় ছোট থেকেই নাচের প্রতি ঝোঁক ছিল শ্রাবন্তীর। বড় হওয়ার পর অভিনয়ের জগতে আসেন। শ্রাবন্তী যে ছবিটি শেয়ার করেছেন সেখানেও তাঁর নাচের প্রতি ভালবাসার ছবি স্পষ্ট। ছবিতে দেখা গিয়েছে সিল্কের শাড়ি পরে চুলে বিনুনি বেঁধে পোজ দিয়েছেন শ্রাবন্তী। একদম সাধারণ লুকে কিশোরী শ্রাবন্তীকে দেখা গিয়েছে। সেই ছবি নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া। অন্য একটি ছবিতে বান্ধবীদের সঙ্গে বাড়ির ছাদে দেখা গিয়েছে শ্রাবন্তীকে। ছবি দেখেই বোঝা যাচ্ছে ছোটবেলা থেকেই ক্যামেরা নিয়ে কোনও জড়তা নেই শ্রাবন্তীর। পোজ দিতে সিদ্ধহস্ত তিনি।

শ্রাবন্তী জীবনে তিনবার বিয়ে করেছেন। গত বছরই এপ্রিল মাসে শ্রাবন্তী তৃতীয় বিয়ে করেন রোশন সিংকে। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। শ্রাবন্তী তাঁর ও রোশনের সমস্ত ছবি ইনস্টাগ্রাম থেকে ডিলিট করে দিয়েছেন। গ্রুপ ছবি ছাড়া কোনও ছবিতে শ্রাবন্তী আর রোশনকে একসঙ্গে দেখা যাচ্ছে না। সম্পর্ক ভাঙার পর রোশন ও শ্রাবন্তীর মধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেক নরম-গরম ক্রিয়া-প্রতিক্রিয়া চলে।

তাঁর প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাস। তাঁদের ছেলে ঝিনুক। ২০১৬ সালে রাজীব ও শ্রাবন্তীর মধ্যে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়। সেই বছরই মডেল কৃষ্ণ বিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু সেই বিয়েও টেকেনি। বছর ঘুরতে না ঘুরতেই তা ভেঙে যায়। ২০১৯ সালে তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন নায়িকা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − ten =