নতুন রসায়নে পুরনো জুটির কামব্যাক, বড়পর্দায় ফের একসঙ্গে শাহরুখ-কাজল?

নতুন রসায়নে পুরনো জুটির কামব্যাক, বড়পর্দায় ফের একসঙ্গে শাহরুখ-কাজল?

মুম্বই:  দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের সিলভার স্ক্রিনে ফিরছেন স্বর্ণযুগের অন্যতম সেরা জুটি৷ বাজিগড় থেকে ডিডিএলজি, কুছকুছ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গম-এর মতো ব্লকবাস্টার ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন তাঁরা৷ তাঁদের কেমিস্ট্রি বরাবরই দর্শক মনে দাগ কেটে গিয়েছে৷ আজও রাজ-সিমরণ জুটিকে ভুলতে পারেননি সিনেপ্রেমীরা৷ বলিউডের অন্দরে জোড় কানাঘুষো, ফের এক ফ্রেমে দেখা যাবে তাঁদের৷ সৌজন্যে সেই করণ জোহর৷ তাঁর ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-তে থাকছে শাহরুখ-কাজলের বিশেষ উপস্থিতি৷ 

আরও পড়ুন- ৮২-র আল পাচিনোর ২৮-এর প্রেমিকা! ধনী ‘বুড়ো’দের সঙ্গে অতীতেও নাম জড়িয়েছে নূরের

শাহরুখ

হিন্দি ছবির দর্শকদের কাছে এটা অজানা নয় যে, করণ জোহরের অন্যতম প্রিয় জুটি হল শাহরুখ-কাজল৷ উভয়ের সঙ্গেই মধুর সম্পর্ক তাঁর৷ ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে শাহরুখ-কাজল জুটিকে কোন অবতারে উপস্থিত করবেন তিনি, তা দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন দর্শকরা৷ বলে রাখা ভালো, এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর কাপুর আর তাঁর রিয়েল লাইফ পার্টনার আলিয়া ভাটকে৷ এই ছবিকে কেন্দ্র করে এখন থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে৷ শুধু শাহরুখ-কাজলই নন; এই রকি আউর রানি ছবিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে শাবানা আজমি, জয়া বচ্চন এবং ধর্মেন্দ্রকে৷ তবে রাজ আর সিমরণ ঠিক কতটা সময় স্ক্রিন ভাগ করবেন তা নিয়ে সন্দেহ রয়েছে৷ শোনা যাচ্ছে এই ছবির জন্য মাত্র এক দিনেই নাকি মুম্বইয়ে শ্যুটিং সারবেন কিং খান৷ 

kajol

তবে যতবারই করণের নির্দেশনায় শাহরুখ-কাজল জুটি সেলুলয়েডে নিজেদের মেলে ধরেছেন, ততবারই হলমুখী হয়েছেন সিনেপ্রেমীরা৷ দীর্ঘ  অপেক্ষার পর করণ জোহরের ‘দিলওয়ালে’ ছবিটি যখন মুক্তি পেয়েছিল, কখন বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গিয়েছিল তাঁদের ভক্তদের মধ্যে৷ এখন অপেক্ষা ‘রকি অউর রানি’-র৷ এই রোম্যান্টিক জুটির মাদকতায় আরও একবার নিজেদের মাতানোর অপেক্ষায় দর্শকমহল৷ 

শোনা যাচ্ছে, কিং খান নাকি নিজের আগামী প্রজেক্টের কাজে চূড়ান্ত ব্যস্ত৷ কিন্তু করণকে ফেরাতে পারেননি তিনি৷ ব্যস্ততার মাঝে সময় বার করে ডেট দিয়েছেন বাদশা। মুম্বইতেই হবে ছবির শুটিং। সম্ভবত কোনও গান কিংবা সিনেমার কোনও দৃশ্য ধরা দেবেন শাহরুখ-কাজল জুটি৷ এই ছবিতে রণবীর-আলিয়াকে নিয়ে টানটান উত্তেজনা তো রয়েইছে, সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে শাহরুখ-কাজল জুটির কামব্যাকের খবর৷