মোটা হওয়া নিয়ে কটূক্তির জবাব দিলেন দিলেন শুভশ্রী

মোটা হওয়া নিয়ে কটূক্তির জবাব দিলেন দিলেন শুভশ্রী

কলকাতা: মা হওয়ার সময় সব মহিলারই অল্পবিস্তর ওজন বৃদ্ধি পায়৷ অভিনেত্রীরাও পার পান না এর হাত থেকে৷ মা হওয়ার পর টলিউডের প্রথম সারির অভিনেত্রী তথা রাজ চক্রবর্তীর ঘরণি শুভশ্রীর ওজন বৃদ্ধি পেয়েছে৷ গত বছর সেপ্টেম্বরে তাদের ঘরে এসেছে প্রথম সন্তান— ইউভান। এক সময় এই অভিনেত্রীর ওজন ছিল ৯২ কেজি। তবে এখন অনেকটাই ওজন কমিয়ে ফেলতে পেরেছেন। ফেট ঝরিয়ে রোগা হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাড়িতেই যোগ ব্যায়াম ও ওয়ার্কআউট করছেন এই নায়িকা।

অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই তাঁর মোটা হয়ে যাওয়া নিয়ে নানা কটূ কথা শুনতে হচ্ছিল শুভশ্রীকে। সম্প্রতি একটি ফটোশুটের ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন৷ সেজন্যও তাঁকে কটাক্ষ করা হয়। লেখা হয়, ‘রোগা হলেই আপনাকে বেশি ভালো দেখতে লাগে৷ কবে আবার রোগা হবেন?’ এক মহিলা নেটাগরিক কিছুদিন আগে একথা লেখেন শুভশ্রীকে৷ এবার সেই অনুরোধ করা হয়েছে অভিনেত্রীর পোশাক ডিজাইনার সিজাকে৷ লেখা হয়েছে, কাজের সূত্রে সিজা শুভশ্রীর ঘনিষ্ঠ৷ তিনি যেন শুভশ্রীকে এই বক্তব্য জানিয়ে দেন৷ তা হলে শুভশ্রী বিষয়টি বুঝতে সক্ষম হবেন৷ ইনস্টাগ্রামে শুভশ্রী সিজার জবাব শেয়ার করেছেন৷

নেটাগরিক ওই মহিলাকে সিজার জবাব, মা হওয়ার আগে পরে মহিলাদের শরীরে অনেক বদল ঘটে৷ ওজন ঝরাতে ইতিমধ্যেই তিনি রোজ জিম করছেন৷ নেটাগরিকের উদ্দেশে তাঁর প্রশ্ন, অভিনেত্রী বলেই কি শুভশ্রীকে কটূ কথা শুনতে হচ্ছে? তিনি যে এক সন্তানের মা, এটা তো সকলের জানা৷ সিজার দাবি, শরীরী বিভঙ্গের ওপর সাজ বা সৌন্দর্য নির্ভর করে না৷ নিজেকে সকলের সামনে সুন্দর করে মেলে ধরাটাই আসল কথা৷ যেটা শুভশ্রী খুব ভালো ভাবেই পারছেন৷ কোনও জবা না দিয়েও সিজার বক্তব্য শেয়ার করেও যেন নিজের কথাই তুলে ধরলেন এই অভিনেত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + one =