শুরু হয়েছিল বিয়ের প্রস্তুতি, ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধতেন সিদ্ধার্থ-শেহনাজ!

শুরু হয়েছিল বিয়ের প্রস্তুতি, ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধতেন সিদ্ধার্থ-শেহনাজ!

মুম্বই:  সিদ্ধার্থ শুক্লার অকাল প্রয়াণ প্রবল ঝড়ের মতো ভেঙে চুরমার করে দিয়েছে শেহনাজ গিলের স্বপ্ন৷ ঘর বাঁধার আগেই তা ছাড়খাড়৷ প্রকাশ্যে নিজেদের প্রেমের সম্পর্ক স্বীকার না করলেও, দুই তারকার রসায়ন কারও অজানা নয়৷ জানা গিয়েছে, আগামী ডিসেম্বরেই নাকি বিয়ের পরিকল্পনা ছিল সিধনাজের৷ সেই প্রস্তুতিও শুরু করে দিয়েছিল দুই পরিবার৷ কিন্তু বিয়ের পিড়িতে বসা হল না আর৷ 

আরও পড়ুন-  এবার বড় পর্দায় ফুটে উঠবে রানু জার্নি, বায়োপিকে বিশেষ ভূমিকায় হিমেশ

সিদ্ধার্থ

জানা গিয়েছে, সিদ্ধার্থ ও শেহনাজের সম্পর্কে সিলমোহর দিয়েছিল দুই পরিবার৷ বিয়ে নিয়ে পরিবারের অন্দরে ছিল খুশির হাওয়া৷ বিয়ের আসর বসার কথা ছিল মুম্বইয়ের একটি বড় হোটেলে৷ কথাবার্তাও চলছিল৷ টানা তিন দিন বিয়ের অনুষ্ঠানের জন্য ব্যাঙ্কোয়েট ও অন্যান্য পরিষেবার জন্য কথা চলছিল হোটেল কর্তৃপক্ষের সঙ্গে৷ তবে বিয়ে নিয়ে দুই পরিবারই গোপনীয়তা বজায় রেখেছিল৷ 

সিদ্ধার্থ

বৃহস্পতিবার সকালে মাত্র ৪০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নেন সিদ্ধার্থ৷ বিগ বসের ঘর থেকে সিদ্ধার্থ ও শেহনাজের বন্ধুত্বের সূত্রপাত৷ ধীরে ধীরে তা আরও দৃঢ় হয়৷ শেহনাজ যে সিদ্ধার্থকে বিয়ে করতে চেয়েছিলেন সে কথা সংবাদমাধ্যমের সামনে জানিয়েছে বিগ বস-এরই প্রতিযোগী আবু মালিক৷ সেই সঙ্গে তিনি আরও জানান, সিদ্ধার্থও শেহনাজকে খুব ভালোবাসত৷ নতুন পথ চলা শুরুর আগেই ছিটকে গেল হাত৷ 

আরও পড়ুন- সিদ্ধার্থের মাথা ছিল তাঁর কোলে, শরীর ঠান্ডা হয়ে এসেছে দেখেই পরিবারের কাছে ছুটে যান শেহনাজ

সিদ্ধার্থ

বুধবার রাতে শেহনাজ সিদ্ধার্থের বাড়িতেই ছিলেন৷ তিনিই সিদ্ধার্থকে কুপার হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। শেহনাজের বয়ান অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ তিনি সিদ্ধার্থের ঘরে ঢোকেন৷ দেখেন সিদ্ধার্থ কোনও সাড়া দিচ্ছেন না। সঙ্গে সঙ্গে শেহনাজ নিজের কোলে তাঁর মাথা কোলে তুলে নেন। বারবার করে তাঁকে ডাকতে থাকেন। এর পর তিনি বুঝতে পারেন সিদ্ধার্থের শরীর ঠান্ডা হয়ে গিয়েছে৷  তড়িঘড়ি ছুটে যান সিদ্ধার্থের মায়ের কাছে৷ খবর দেন বোনেদের৷ এর পর অ্যাম্বুল্যান্স ডেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সিদ্ধার্থকে। তখন সাড়ে ১০টা বেজে গিয়েছে৷ যতক্ষণে সিদ্ধার্থ হাসপাতালে পৌঁছন, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে৷ হাসপাতালে আনার পরেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 8 =