সৌরভের বায়োপিক নিয়ে চুক্তি সই

সৌরভের বায়োপিক নিয়ে চুক্তি সই

কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরি হওয়ার খবর শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই৷ এবার জানা গিয়েছে, ইতিমধ্যেই তিনি ‘লাভ ফিল্মস’-এর সঙ্গে একটি চুক্তিতে সই করে ফেলেছেন। খুব শীঘ্রই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক আসছে৷ আর তার ঘোষণা হয়ে যাবে এর মধ্যেই৷ সৌরভের বায়োপিক তৈরি হওয়ার খবর চাউর হতেই তা কবে আসছে সে নিয়ে একটা উৎসাহ অনেকদিন ধরেই ছিল ক্রিকেটপ্রেমীদের মনে৷ থুড়ি আপামর বাঙালির মনে৷ এবার সেই বাসনা পূরণ হতে চলেছে দর্শকদের৷ তবে এখন সকলে জানতে আগ্রহী, রুপোলি পরদায় সৌরভ কে হবেন? বাঙালি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ই প্রথম, যাঁর জীবদ্দশাতেই তাঁকে নিয়ে বায়োপিক হতে চলেছে।

বাঙালির কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় মানে একটা আবেগ৷ গোটা বিশ্বেই তিনি দৃষ্টান্ত তৈরি করেছেন। লর্ডসে জয়ের আনন্দে সৌরভের জার্সি খুলে হাওয়ায় ওড়ানোর দৃশ্য আজও দর্শকদের মনে উজ্জ্বল। দর্শকরা আবারও সেসব দৃশ্য দেখতে পাবেন৷ তবে এবার আর বাস্তবে নয়, রুপোলি পরদায়৷ বেহালার সেই ছেলেটি জাতীয় দলে জায়গা পেয়েও বাদ পড়া, ফের জাতীয় দলে খেলার স্বপ্নপূরণ, তাঁর লড়াই, প্রথম অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেটকে একটা অন্য মাত্রায় পৌঁছে দেওয়া, গ্রেগ চ্যাপেলের বিরোধিতা করা, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানো, আইপিএল খেলা এবং কিছুদিন ভারতীয় ক্রিকেট থেকে অবসর, এরপর ফের ভারতীয় ক্রিকেট ফিরে বোর্ডের মসনদে বসার বাস্তব কাহিনিই ফুটে উঠবে রুপোলি পরদায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + ten =