রাস্তার ধারে মুসম্বির রস বানাচ্ছেন সোনু সুদ!

রাস্তার ধারে মুসম্বির রস বানাচ্ছেন সোনু সুদ!

হায়দরাবাদ: ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করোনাকালে মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দেওয়া ‘মসিহা’ টলি অভিনেতা সোনু সুদের কর্মকাণ্ড৷ এবার তাঁকে দেখা গেল রাস্তার ধারে মুসম্বি বিক্রি করতে৷

তিনি হ্যাশট্যাগে সাপোর্ট স্মল বিজনেস লিখে পোস্ট করেছেন একটি ১ মিনিট ২৭ সেকেন্ডের ভিডিও। ভিডিওয় দেখা যাচ্ছে, তিনি নিজের হাতে মুসম্বি লেবুর রস তৈরি করছেন৷ হায়দরাবাদের ৩ নম্বর রোডের ধারে হরিশ যাদব নামে এক ব্যক্তি ছোট্ট লেবুর রসের দোকান চালিয়ে নিজের পেট চালান হরিশ৷ সেই ছোট্ট গুমটিতেই আচমকা চলে যান পর্দার খলনায়ক সোনু সুদ। কীভাবে লেবুর রস বানাতে হয় নিজেই তাঁর ডেমোনস্ট্রেশন দেন সোনু। সঙ্গে অনর্গল বলে চলেন মুসম্বির রস খাওয়ার উপকারিতা সম্বন্ধে৷ এই লেবুর রস নিয়মিত পান করলে শরীরে ভিটামিন সি-র পরিমাণ বাড়ে। যা অন্য সময় তো বটেই এই করোনাকালে আরও অনেক বেশি জরুরি৷ ভিডিও দেখে মনে হচ্ছে, তিনি লেবর রস তৈরিতে বেশ পটু৷ কাজ সেরে বিক্রেতাকে মজা করে জিজ্ঞেস করেন, তিনি বিনামূল্যে রস পাবেন কি না। আজকের মতো ‘ঋণ মকুব’ করেন বিক্রেতাও।

করোনা নামক অতিমারি এদেশে পা রাখার পর থেকেই আম আদমির কাছে ‘মসিহা’ রূপে অবতীর্ণ হয়েছেন ছবির খলনায়ক৷ বহু মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি৷ সোনু সুদের সাধারণ মানুষকে সাহায্যের কথা সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছিল৷ এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন, ছোট ব্যবসার পাশে দাঁড়ানোর৷ ভিডিও শেষ করার আগে সকলের কাছে অভিনেতা আর্জি জানান, সবাই যেন নিজিদের সাধ্যমতো ছোট ব্যবসার পাশে দাঁড়ান। তিনি ভিডিওটি পোস্ট করার আধ ঘণ্টার মধ্যেই তার ভিউ প্রায় ১৪ হাজারে পৌঁছে গিয়েছে। কমেন্টে প্রশংসার বন্যা বয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =