আরও সঙ্কটজনক অবস্থায় ভেন্টিলেটরে সৌমিত্র, ক্রমশ বিকল হচ্ছে কিডনি

আরও সঙ্কটজনক অবস্থায় ভেন্টিলেটরে সৌমিত্র, ক্রমশ বিকল হচ্ছে কিডনি

কলকাতা: কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আরও সংকটজনক হল৷ সোমবার সন্ধ্যায় ভেন্টিশনে দেওয়া হয়েছে তাঁকে৷ একই সঙ্গে তাঁর প্লেটলেটের সংখ্যাও কমতে শুরু করেছে৷ তাঁর শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রার তারতম্য ঘটছে বলেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷ এতদিন ৮৫ বছরের এই অভিনেতার হার্ট, কিডনি, ফুসফুস সাপোর্ট ছাড়া স্বাভাবিকভাবে কাজ করছে বলেই জানিয়েছিল বেলভিই-এর চিকিৎসকরা৷ কিন্তু সোমবার রাতে হেলথ বুলেটিনে জানা গেল, তাঁর কিডনিও আর সঠিক ভাবে কাজ করছে না৷ শরীরে ইউরিয়া এবং ক্রয়েটিনের মাত্রা বেড়ে গিয়েছে৷ যা অত্যন্ত ‘উদ্বেগজনক’৷ 

আরও পড়ুন- রাজনীতিতে পায়েল ঘোষ, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ায় যোগ দিলেন অভিনেত্রী

সোমবার ভেন্টেলেটরে রাখার তিন ঘণ্টা পর চিকিৎসকরা জানিয়েছিলেন সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল৷ তবে রাতের বুলেটিনেই মেলে তাঁর কিডনির সমস্যার কথা৷ চিকিৎসকরা জানান, গত ২১ দিনে এই প্রথম অভিনেতার কিডনির সমস্যা দেখা দিয়েছে৷ গত ৬ অক্টোবর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি৷ এর পর করোনা রিপোর্টও পজেটিভ আসে ‘অপু’র৷ বেলভিউ ক্লিনিকের চিকিৎসক অরিন্দম কর জানান, ‘‘ওঁনার শারীরিক অবস্থা ভালো নয়৷ ক্রমশ অবনতি হচ্ছে৷’’ বেলভিউ  সূত্রে জানা গিয়েছে, মাঝে কিছু দিন সুস্থ বোধ করছিলেন অভিনেতা৷ কিন্তু গত ২৪ অক্টোবর থেকে ফের সৌমিত্রবাবুর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে৷   করোনা এনসেফ্যালোপ্যাথির সংক্রমণ বেড়েছে তাঁর শরীরে। দেশ ও বিদেশের স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। আগে থেকেই এনসেফালোপ্যাথি এর জটিল সমস্যায় আক্রান্ত ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। গত কয়েকদিনে সেই সমস্যা আরও বেশি করে জাঁকিয়ে বসেছে। 

আরও পড়ুন- উদ্ধবের গাঁজা মন্তব্যের পাল্টা দিলেন কঙ্গনা, তোপ দাগলেন ‘ক্ষুদ্রমনস্ক ’ বলে

চিকিৎসকরা জানিয়েছেন, সৌমিত্রবাবুর চেতনাও কিছুটা কমে গিয়েছে। একটা সময় তাঁকে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হয়েছিল। তারপর কিছুটা উন্নতি ঘটলেও ফের অবনতি ঘটে৷ এখন তিনি করোনামুক্ত হলেও বার্ধক্য ও শরীরের কো-মর্বিডিটির কারণে শারীরিক উন্নতি বাধাপ্রাপ্ত হচ্ছে বলে দাবি চিকিৎসকদের। তাঁর শারীরিক পরিস্থিতি বুঝেই ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। এ নিয়ে পরিবারের সঙ্গেও পরামর্শ করেছে মেডিক্যাল বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =