রানি মুখার্জির বিপরীতে সৌম্য বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে!

রানি মুখার্জির বিপরীতে সৌম্য বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে!

মুম্বই: রানি মুখার্জির পরবর্তী সিনেমায় দেখা যেতে পারে টেলি অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়কে। ইতিমধ্যে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের প্রেম টেম ছবিতে অভিনয় করেছেন সৌম্য। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, ছবির পরিচালক অসীমা চিব্বরের নতুন সিনেমার নাম মিস চ্যাটার্জি Vs নরওয়ে। 

মিসেস চ্যাটার্জি Vs নরওয়ে সিনেমাটিক সব মায়েদের উদ্দেশে উৎসর্গ করেছেন পরিচালক। এই ছবিতে বিশেষত মানুষের মধ্যেকার সহনশীলতাকে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। এ প্রসঙ্গে অসীম চিব্বর বলেন, ‘এ বিষয়ে আমি এখন বিস্তারিত কিছু বলব না।’ প্রথম পর্বের লকডাউনে অসীমা সাবলীল ভাবে হিন্দি বলার জন্য রীতিমতো প্রশিক্ষণ নিচ্ছিলেন বলে জানা গিয়েছে৷ এ বিষয়ে পরিচালক জানান, ‘আমি লকডাউনে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। তাই আমি নতুন ভাষা শিখছিলাম। আর নতুন কিছু শেখার মধ্যে কোনও অন্যায় নেই। ব্যস সেটাই কারণ।’ সৌম্যকে এই সিনেমায় দেখা যাবে কি না সে প্রসঙ্গে তিনি অবশ্য কিছু বলেননি৷ উল্লেখ্য, মাস খানেক আগে অবশ্য এই ছবিতে অভিনয় নিয়ে টলিপাড়ায় অন্য একটি খবর রটেছিল৷ জানা গিয়েছিল, এই ছবিতেই রানি মুখার্জির বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। যদিও সেসময় অনির্বাণকে এ বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি জানিয়েছিলেন, তাঁর কাছে এরকম কোনও খবর নেই।

এবার নতুন করে রানি মুখার্জির বিপরীতে সৌম্য বন্দ্যোপাধ্যায়কে দেখা যাওয়ার খবর পাওয়া গিয়েছে৷ তবে এবিষয়ে এখনও কারও তরফে কিছু জানা যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 12 =