প্ল্যানচেটে কথা বললেন সুশান্তের আত্মা! দানা বাঁধছে নয়া রহস্য (ভিডিও)

মুম্বাই: এক মাস হয়ে গেল আত্মহত্যা করেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। প্রায়দিনই নতুন নতুন তথ্য সামনে আসছে। জিজ্ঞাসাবাদ চলছে বান্ধবী রিয়া চক্রবর্তী, প্রযোজক আদিত্য চোপড়া, পরিচালক সঞ্জয় লীলা বনশালি সহ অনেক তাবড় ব্যক্তিত্বদের। এরই মধ্যে কিনা সুশান্তের আত্মা এক নতুন অধ্যায়ের উন্মোচন ঘটাল!

 

মুম্বাই: এক মাস হয়ে গেল আত্মহত্যা করেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। প্রায়দিনই নতুন নতুন তথ্য সামনে আসছে। জিজ্ঞাসাবাদ চলছে বান্ধবী রিয়া চক্রবর্তী, প্রযোজক আদিত্য চোপড়া, পরিচালক সঞ্জয় লীলা বনশালি সহ অনেক তাবড় ব্যক্তিত্বদের। এরই মধ্যে কিনা সুশান্তের আত্মা এক নতুন অধ্যায়ের উন্মোচন ঘটাল!

গত ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যুর পর বলিউডে উঠতে থাকে স্বজনপোষণ বিতর্ক। কঙ্গনা রানাউত সহ অনেকেই অভিনেতার মৃত্যুর জন্য 'মুভি মাফিয়া'দের দায়ী করেন। এও জানা যায় গত ৬ মাসে ৭টির মত ছবি হাতছাড়া হয়েছিল সুশান্তের। যশরাজ ফিল্মসের সঙ্গে তিনটি ছবির চুক্তি হয়েছিল অভিনেতার। কিন্তু তৃতীয় ছবিটি থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাঁকে। এদিকে বনশালি অভিযোগ তোলেন যে যশরাজ ফিল্মসের সঙ্গে চুক্তিবদ্ধ থাকার কারণে তিনি চেয়েও সুশান্তকে 'বাজিরাও মস্তানি' ও 'রাম-লীলা'তে নিতে পারেননি। যদিও দুজনের বয়ানে অসঙ্গতি পেয়েছে মুম্বাই পুলিশ। বয়ানে অসঙ্গতি রয়েছে সুশান্তের বান্ধবীর রিয়ারও। সুশান্তের সঙ্গে তাঁর সম্পর্কের জটিলতা প্রকাশ্যে আসে। জানা যায় যে মহেশ ভাট নাকি রিয়াকে সরে আসতে বলেছিলেন সুশান্তের কাছ থেকে। বলেছিলেন যে সুশান্ত নাকি অবসাদে ভুগছেন। পরভিন ববির মতো তিনিও নাকি আত্মহত্যা করবেন। এরপরই মহেশ ভাট ও রিয়া চক্রবর্তীর সম্পর্ক নিয়ে সমালোচনা শুরু হয়নি নেটদুনিয়ায়।

একদিকে যখন মুম্বাই পুলিশের তদন্ত চলছে, নেটদুনিয়ায় স্বজনপোষণের বিরুদ্ধে প্রতিবাদ চলছে, তখন প্রকাশ্যে এক চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি এক প্যারানর্মাল এক্সপার্ট দাবি করেছেন সুশান্তের আত্মার সঙ্গে তিনি নাকি কথাবার্তা বলেছেন। এই নিয়ে তিনটে ভিডিও ইউটিউবে আপলোড করেছেন তিনি। প্রথম দুটি অবশ্য অডিও ফাইল। এই প্যারানর্মাল এক্সপার্টের নাম স্টিভ হাফ। অনেকেই প্রিয়জনের আত্মার সঙ্গে কথা বলার জন্য স্টিভের দ্বারস্থ হন। সুশান্তের ভক্তরাও হয়েছিলেন। তারপর স্টিভ নিজে উদ্যোগ নিয়ে সুশান্তের আত্মার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। জানা গিয়েছে দীর্ঘ ১০ বছর গবেষণার পর একটি যন্ত্র আবিষ্কার করেছেন তিনি। যার সাহায্যে আত্মাদের ডেকে নিয়ে আসতে পারেন স্টিভ। অনেকটা প্ল্যানচেটের মতো। স্টিভের, দাবি ওই যন্ত্রের মধ্যে দিয়ে সুশান্তের সঙ্গে যোগাযোগ হয়েছে তাঁর। নিজের ইনস্টাগ্রামে এই কথা প্রকাশ করেছেন তিনি। এই প্যারানর্মাল এক্সপার্ট ইউটিউবে যে ভিডিওগুলি আপলোড করেছেন সেখানে অবিকল সুশান্তের গলা শোনা যাচ্ছে। তিনি বলছেন, আলোর দেখা পেয়েছেন তিনি। নিজের মন খারাপের কথাও স্টিভকে জানিয়েছেন সুশান্ত। জানিয়েছেন ভগবানের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে চান।

এ তো গেল দিন দুই আগের কথা। সম্প্রতি আরও একটি ভিডিও স্টিভ জানিয়েছেন তিনি সুশান্তের সঙ্গে কথা বলেছেন। তবে এবার আর অডিও ফাইল নয় একেবারে ভিডিও প্রকাশ করেছেন। সেই ভিডিও শোনা যাচ্ছে সুশান্ত আত্মার সাথে কথা বলেছেন স্টিভ। তাঁর দাবি সুশান্ত জানিয়েছেন মৃত্যুর আগের দিন কয়েকজনের সঙ্গে বাদানুবাদ হয় তাঁর। কথা কাটাকাটিও হয়। এমনকী তাঁর মৃত্যুর সময় আরও চারজনের উপস্থিতির কথাও নাকি জানিয়েছেন সুশান্ত। এও জানিয়েছেন, যখন তাঁর সাথে কথা বলা হচ্ছে তখন তিনি মৃত। অথচ “ওরা” সুরক্ষিত “ওরা” বলতে সুশান্ত তাঁর মৃত্যুর পেছনে যাদের অঙ্গুলিহেলান দায়ী, তাদেরকেই ইঙ্গিত করেছেন বলে মনে করছেন ভক্তদের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + fifteen =