চুপিসারে চতুর্থবার বিয়ে সারলেন শ্রাবন্তী? পাত্র কে? ফাঁস নববধূর ছবি

চুপিসারে চতুর্থবার বিয়ে সারলেন শ্রাবন্তী? পাত্র কে? ফাঁস নববধূর ছবি

কলকাতা:  নুসরত জাহানের বিবাহ বিতর্ক নিয়ে সরগরম বিনোদন জগত থেকে রাজনৈতিক মহল৷ অন্যদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে সংসার করতে চেয়ে আদালতে ছুটেছেন রোশন সিং৷ শ্রাবন্তী ডিভোর্স চাইলেও তিনি নারাজ৷ এরই মধ্যে প্রকাশ্যে নববধূ বেশে শ্রাবন্তীর ছবি৷ তবে কি চুপিসারে চতুর্থ বিয়েটা সেরে ফেললেন অভিনেত্রী? কিন্তু পাত্র কে? 

আরও পড়ুন- বিতর্কের মাঝেই ফাঁস নুসরতের বেবি বাম্পের ছবি, তোলপাড় নেটপাড়া

তৃতীয়বার বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই শোনা যাচ্ছে আরও একবার প্রেমে পড়েছেন শ্রাবন্তী৷ তিনি নাকি তাঁরই আবাসনের বাসিন্দা৷ এদিন রোশন ফের সংসার করতে চেয়ে আদালতের দ্বরস্থ হতেই নেটিজেনদের নজর আটকে শ্রাবন্তীর উপর৷ রোশন জানিয়েছেন, পুরনো তিক্ততা ভুলে ফের ঘর বাঁধতে চান তিনি৷ রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস ধারায় মামলাও দায়ের করেছেন৷ এত সবের মাঝেই ফাঁস শ্রাবন্তীর বিয়ের ছবি৷ কিন্তু কাকে বিয়ে করলেন নায়িকা? সোস্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী৷ যেখানে তাঁকে দেখা গিয়েছে লাল টুকটুকে শাড়িতে৷ গাতে শাখা-পলা, নাকে নথ আর সিঁথি ভরা সিঁদুর৷ ছবি পোস্ট হতেই তা ভাইরাল৷ যা দেখে অনেকেই প্রশ্ন করেছেন আবার বিয়ে করলেন নাকি? যদিও শ্রাবন্তী ওই ছবির নীচে স্পষ্ট জানিয়েছেন, একটা ব্রাইডাল শ্যুটের জন্যই এই সাজ৷  

বার বার বিয়ে ভাঙা ও বিয়ের পিড়িতে বসা নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে৷ এদিনও তার ব্যতিক্রম হল না৷ হোক না ব্রাইডাল শ্যুটের ছবি৷ কটূকথা বলতে ছাড়েননি নেটিজেনরা৷ এক নেটিজেনের কথায়, বিয়ে ভাঙতে ব্যস্ত নুসরত৷ আর ইনি তিন বার বিয়ে ভাঙার পর আবারও শখে বউ সেজেছেন৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − sixteen =