শ্রীলেখাকে নাকি ভারতনাট্যম শেখাচ্ছেন ‘মুখ্যমন্ত্রী’! ‘স্বপ্ন’ ঘিরে তোলপাড় নেটপাড়া

শ্রীলেখাকে নাকি ভারতনাট্যম শেখাচ্ছেন ‘মুখ্যমন্ত্রী’! ‘স্বপ্ন’ ঘিরে তোলপাড় নেটপাড়া

কলকাতা: শ্রীলেখা মানেই কনট্রোভার্সি৷ শ্রীলেখা মানেই উত্তেজনা৷ সোশ্যাল মিডিয়ায় সদা সক্রিয় টলি নায়িকা বিভিন্ন সময় বিস্ফোরক পোস্ট করে থাকেন৷ এবারও তাঁর পোস্ট ঘিরে হইচই৷ তিনি নাকি স্বপ্ন দেখেছেন৷ আর সেই স্বপ্নে ধরা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী! স্বপ্নের কাহিনী শুনে রীতিমতো হতবাক নেট পাড়া৷ 

আরও পডুন- জুহিকে বিয়ের প্রস্তাব! বারবার প্রেম, লিভ ইনের পরেও কেন ‘সিঙ্গেল’ ভাইজান?

ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখার অবাধ বিচরণ৷ নেটপাড়ার বাসিন্দাদের সঙ্গে হামেশাই তিনি শেয়ার করে নেন নিজের মনের কথা৷ তা সে বিদেশ যাত্রাই হোক বা কোনও ফ্যাশন৷ ভাগ করে নেন সুখ-দুঃখ৷ এমনকী একবার ফ্লাইট যাতে মিস না হয়, তার জন্য নেট নাগরিকদের ঘুম থেকে জাগিয়ে দেওয়ার কথাও বলেছিলেন৷  এবারও তার অন্যথা হল না৷ এবার তিনি নেট পাড়ার বাসিন্দাদের সঙ্গে ভাগ করে নিলেন নিজের স্বপ্ন৷ 

শ্রীলেখা

শ্রীলেখা জানান, তিনি একটি স্বপ্ন দেখেছেন৷ তাও বড় অদ্ভূত৷ স্বপ্নে তিনি ভারতনাট্যম শিখছেন৷ কিন্তু স্বপ্ন দেখে তিনি হতবাক৷ ফেসবুকে শ্রীলেখা লিখেছেন, ‘‘মানুষ তাঁদের পছন্দের হিরো হিরোইনদের স্বপ্ন দেখে, কাল সারারাত আমি ‘মাননীয়’ মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখলাম…উনি আমায় ভারতনাট্যম শেখাচ্ছেন৷ ফ্রয়েডিয়ান ছিওরিতে এর ব্যাখ্যা কী হতে পারে? আমাকে কেউ বলতে পারবেন?’’


প্রসঙ্গত, কট্টর বামপন্থী সমর্থক হিসাবেই পরিচিত শ্রীলেখা৷ বিধানসভা ভোটের আগে তাঁকে একাধিক জায়গায় বিরোধী মঞ্চে দেখা গিয়েছে৷ শাসক ও বিরোধী দল সম্পর্কেও নিজের মত স্পষ্ট করেছেন তিনি৷ আচমকা মুখ্যমন্ত্রী আর ভারতনাট্যম নিয়ে তাঁর এই পোস্টে জল্পনা দেখছেন নেটিজেনরা৷ একজন তো আবার প্রশ্ন করে বসেছেন, ভারতনাট্যম নাচ বলতে কি ‘ভারত’ – ‘নাট্যম’- কেই বুঝিয়েছেন শ্রীলেখা? জবাবে শ্রীলেখা লিখেছেন ‘হয় তো কিছুটা তাই।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 2 =