সুহানার হাসিতেই কাবু এবার সোশ্যাল দুনিয়া, দেখুন ভিডিও

মুম্বই: হরিণী চাউনি আর উচ্ছ্বল হাসিতে ফের সোশ্যাল মিডিয়া মাত করলেন সুহানা খান৷ বলিউডে পা রাখার আগেই টিনসেল টাউন মুগ্ধ শাহরুখ খান-কন্যার হাসিতে৷ বাবার মতোই গালে টোল ফেলা হাসি দিয়ে সুহানা জয় করে নিয়েছেন নেটিজেনদের মন৷ সুহানা লুকের একটি ভিডিও আর ছবি তাঁর ফ্যান পেজে আসতেই গরম বাজার৷ সুহানা খানের ভিডিও বলছে, হাসিতে শাহরুখ-কন্যা সত্যিই

সুহানার হাসিতেই কাবু এবার সোশ্যাল দুনিয়া, দেখুন ভিডিও

মুম্বই: হরিণী চাউনি আর উচ্ছ্বল হাসিতে ফের সোশ্যাল মিডিয়া মাত করলেন সুহানা খান৷ বলিউডে পা রাখার আগেই টিনসেল টাউন মুগ্ধ শাহরুখ খান-কন্যার হাসিতে৷ বাবার মতোই গালে টোল ফেলা হাসি দিয়ে সুহানা জয় করে নিয়েছেন নেটিজেনদের মন৷ সুহানা লুকের একটি ভিডিও আর ছবি তাঁর ফ্যান পেজে আসতেই গরম বাজার৷

সুহানার হাসিতেই কাবু এবার সোশ্যাল দুনিয়া, দেখুন ভিডিওসুহানা খানের ভিডিও বলছে, হাসিতে শাহরুখ-কন্যা সত্যিই সুহানা! কালো ড্রেসে, কানের ছোট্ট দুলে, ঠোঁটের লিপস্টিকে দিওয়ানা বানিয়েছেন সবাইকে৷

View this post on Instagram

❤

A post shared by Suhana Khan (@suhanakhanoffcial) on Jul 19, 2019 at 7:32am PDT

এই গ্ল্যামারেই মাত এবং কাত গোটা বলিউড এবং নেটপাড়া৷ ভিডিও ছাড়াও সুহানা খানের একটি ছবিও মন কেড়েছে ভক্তদের৷ এই ছবিতে সঞ্জয় কাপুরের মেয়ে আর নিজের প্রিয় বান্ধবীর সঙ্গে দেখা গেছে তাঁকে। দু-জনকে ছবিতে ভীষণ সুন্দর দেখতে লেগেছে। নিজে খুব বেশি পোস্ট না করলেও সোশ্যালে সুহানার ছবি বা ভিডিও প্রায়ই ভাইরাল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =