সুশান্তের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী, প্রেমিকের অদেখা কিছু ছবি সামনে এনে স্মৃতিচারণ রিয়ার

সুশান্তের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী, প্রেমিকের অদেখা কিছু ছবি সামনে এনে স্মৃতিচারণ রিয়ার

9994b3405366a723aa210c45b6cf76f8

মুম্বই: দেখতে দেখতে দুই বছর পার। দু’বছর আগে অর্থাৎ ২০২০ সালের ১৪ জুন, আজকের দিনেই কাউকে কিছু না জানিয়ে অজানা এক জগতের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর অকাল এবং মর্মান্তিক মৃত্যুর কথা দেশবাসী যখন সেই সময়েও বিশ্বাস করতে পারেননি, তেমন এখনও দু বছর আগের এই ঘটনার কথা মনে করলে অবিশ্বাস্যই মনে হয় অনেকের। প্রয়াত এই অভিনেতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে যখন মন খারাপ তাঁর অগণিত ভক্তের, ঠিক তখনই সুশান্তের প্রাক্তন বান্ধবী রিয়া চক্রবর্তী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশ করলেন সুশান্তের অদেখা কিছু ছবি। এই সমস্ত অদেখা এবং দুজনের মধ্যকার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেই প্রাক্তন প্রেমিককে স্মরণ রিয়ার।

এদিন এই সমস্ত ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে রিয়া লেখেন, ‘মিস ইউ রোজ’। শেয়ার করা সবকটি ছবিতেই সুশান্ত এবং রিয়ার দুষ্টু মিষ্টি ঘনিষ্ঠ কিছু মুহূর্ত ফুটে উঠেছে। এই ছবিগুলোর মধ্যে কোনোটাতে যেমন রিয়া প্রেমিক সুশান্তের গালে চুম্বন করছেন, তেমনই কোনোটাতে আবার রিয়াকে পরম আদরে কোলে তুলে নিতে দেখা গিয়েছে সুশান্তকে। উল্লেখ্য, এর আগে গত ২১ জানুয়ারি সুশান্তের জন্মবার্ষিকীর দিনেও রিয়া অভিনেতার সাথে এমনই কিছু অদেখা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। সেই সময়ও ইনস্টাগ্রাম পোষ্টের ক্যাপশনে রিয়া লিখেছিলেন, ‘মিস ইউ সো মাচ’। এছাড়া মাঝে মাঝেই রিয়াকে তার ইনস্টাগ্রম স্টোরিতে সুশান্ত ও তাঁর বিশেষ কিছু মুহূর্তের ছবি শেয়ার করতে দেখা যায়।

উল্লেখ্য বলিউডের অন্যতম প্রতিভাবান এবং জনপ্রিয় অভিনেতার মধ্যে একজন ছিলেন সুশান্ত সিং রাজপুত। কিন্তু তারপরেও ২০২০ সালের ১৪ জুন সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর মুম্বইয়ের বান্দ্রার  ফ্ল্যাট থেকে। প্রাথমিকভাবে এবং পুলিশি তদন্তে সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন এমনটাই প্রমাণিত হলেও এখনও তার ভক্তকুলের একাংশের দাবি, আত্মহত্যা নয় বরং সুশান্ত সিং রাজপুতকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। অভিনেতার মৃত্যুর পর তাঁর শেষ ছবি ‘দিল বেচারা’ ওটিটি প্লাটফর্ম তথা ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছিল ওই বছরেরই জুলাই মাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *