সারার বাড়িতে কাজে যোগ দিয়েছেন সুশান্তের পরিচারক!

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জড়িত ড্রাগ সংক্রান্ত মামলায় সারা আলি খানকে জিজ্ঞাসাবাদ করছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। এর মাঝেই প্রকাশ্যে এল আরও একটি চাঞ্চল্যকর খবর। একটি সংবাদমাধ্যমে প্রকাশ্যে আসে সুশান্ত সিং রাজপুতের পরিচারক কেশব এখন অভিনেত্রী সারা আলি খানের হয়ে কাজ করছেন। খবরে বলা হয়েছে, কেশবকে বাড়ির স্টাফ সদস্য হিসাবে নিয়োগ করা হয়েছে। সারার বাড়ির নিরাপত্তারক্ষী এ খবর নিশ্চিত করেছেন। 

 

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জড়িত ড্রাগ সংক্রান্ত মামলায় সারা আলি খানকে জিজ্ঞাসাবাদ করছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। এর মাঝেই প্রকাশ্যে এল আরও একটি চাঞ্চল্যকর খবর। একটি সংবাদমাধ্যমে প্রকাশ্যে আসে সুশান্ত সিং রাজপুতের পরিচারক কেশব এখন অভিনেত্রী সারা আলি খানের হয়ে কাজ করছেন। খবরে বলা হয়েছে, কেশবকে বাড়ির স্টাফ সদস্য হিসাবে নিয়োগ করা হয়েছে। সারার বাড়ির নিরাপত্তারক্ষী এ খবর নিশ্চিত করেছেন। 

খবরটি পাওয়ার পর উক্ত চ্যানেলটি ইন্টারকমের মাধ্যমে সুশান্তের রাঁধুনি নীরজ সিংয়ে সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু তিনি বলেন, তাঁকে যেন একা ছেড়ে দেওয়া হয়। কারণ তিনি বিষয়টি থেকে বেরিয়ে আসতে চাইছেন। তবে সূত্রের খবর নীরজ সিংয়ের মামার থেকে এই খবর নিশ্চিত করা গিয়েছে। শনিবার এনসিবি অফিসারদের সামনে সুশান্তের সঙ্গে সম্পর্কের কথা নিজের মুখে কবুল করে নেন সারা৷ এমনকি তিনি মাঝেমধ্যেই সুশান্তের ক্যাপ্রি হাইটস’ আবাসনে যেতেন বলেও জানান অভিনেত্রী৷ সুশান্তের সঙ্গে থাইল্যান্ড ট্রিপে যাওয়ার কথাও তিনি স্বীকার করে নেন৷ সারা আরাও জানান, একাধিকবার সুশান্তের লোনাভালা ফার্ম হাউজেও গিয়েছেন তিনি৷ তবে মাদক নেওয়ার কথা অস্বীকার করেন নবাব-কন্যা৷ সারা বলেন, তিনি মাঝে মধ্যে ধূমপান করলেও, কোনও দিন মাদক নেননি৷ মাদক নিতেন সুশান্ত৷ মাদক কারবারি করমজিৎ সিং ওরফে কেজে-র ব্যাপারেও এদিন প্রশ্ন করা হয় সারাকে। করমজিৎ দু’বার পার্সেল করে ড্রাগস পাঠিয়েছিল বলে অভিযোগ৷ কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন অভিনেত্রী। এমনটাও অভিযোগ ওঠে যে, সারা এবং রিয়া নাকি একই সঙ্গে বসে ড্রাগস নিতেন৷ এ বিষয়েও জানতে চাওয়া হয়েছিল৷ কিন্তু এদিনের জেরায় এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি সারা আলি খান।

আরও পড়ুন: ‘বিগ বস’-এর প্রতিযোগী রাধে মা? ভিডিও ঘিরে ঘনাচ্ছে রোমাঞ্চ

এদিকে এনসিবি অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনায় অবশ্যই সইফ আলি খান খুশি নন। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে প্রকাশ অভিনেতা তাঁর মেয়েকে এই গোলযোগ থেকে বেরিয়ে আসতে সহায়তা করতে অস্বীকার করেছেন। সব গণ্ডগোলের জন্য সারা মা অমৃতা সিংয়ের সমালোচনা করেছেন। অমৃতা তার মেয়ের পছন্দের উপর ভিত্তি করেই সমস্ত সিদ্ধান্ত নেন এবং স্পষ্টতই, এটি প্রত্যাশিত পথে যায়নি। তদুপরি, বলা হচ্ছে যে পুরো বিতর্ক থেকে বাঁচতে সইফ দিল্লি চলে এসেছেন। ‘লাল সিং চাড্ডা’ ছবির জন্য এখানে শুটিং করছেন করিনা কাপুর। এই সময়টা তিনি করিনা ও তৈমুরকে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তবে, শর্মিলা ঠাকুর সারা আলি খানকে সাহায্য করতে কোনও পথ ছাড়ছেন না বলে জানা গিয়েছে। শর্মিলা ২০০৪-১১ পর্যন্ত সেন্সর বোর্ডের চেয়ারপার্সন ছিলেন। তিনি সারার জন্য তাঁর যাবতীয় কনট্যাক্ট ব্যবহার করছেন বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =