হেলমেট ছাড়া বাইক রাইড, জরিমানা করা হল তাপসী পান্নুকে

মুম্বই: জরিমানা হল অভিনেত্রী তাপসী পান্নুর। হেলমেট ছাড়া বাইক চালানোর কারণে মোটা অঙ্কের জরিমানা গুনতে হল তাঁকে। ইনস্টাগ্রামে জরিমানার ঠিক আগের মুহূর্তের ছবি শেয়ার করেছেন তিনি।

 

মুম্বই: জরিমানা হল অভিনেত্রী তাপসী পান্নুর। হেলমেট ছাড়া বাইক চালানোর কারণে মোটা অঙ্কের জরিমানা গুনতে হল তাঁকে। ইনস্টাগ্রামে জরিমানার ঠিক আগের মুহূর্তের ছবি শেয়ার করেছেন তিনি।

বর্তমানে ‘রেশমি রকেট’ ছবির শুটিং করছেন তাপসী। ছবিতে এক দৌড়বিদের ভূমিকায় অভিনয় করছেন তিনি। ছবির শুটিং করার সময় বাইক চালাচ্ছিলেন তাপসী। ক্যাজুয়াল আউটফিটেই শুটিংয়ের সময় বাইক চালাচ্ছিলেন তিনি। কিন্তু মাথায় হেলমেট ছিল না। ফলে জরিমানা দিতে হয় তাঁকে। বাইক চালানোর একটি ছবি পোস্ট করে সেই কথা লিখেছেনও তাপসী। লিখেছেন, “হেলমেট না পরার কারণে জরিমানা হওয়ার ঠিক আগে।” ক্যাপশনের সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে অভিনেত্রী ‘বাইক লাভ’, ‘রেশমি রকেট’, ‘শুট থ্রিল’ ইত্যাদি যোগ করে দিয়েছেন। এছাড়া ক্যাপশনে তিনি জানিয়েছেন, পুনে থেকে লোনাভলা হয়ে মুম্বই যাচ্ছিলেন তিনি। এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়ানোর কথা ইনস্টাগ্রামে লিখেছেন তাপসী।  

A post shared by Taapsee Pannu (@taapsee)

২০১৩ সালে বলিউডে ডেবিফ করেন তাপসী। ছবির নাম ‘চশমে বদ্দুর’। প্রথম ছবিতে দর্শকদের মনে দাগ কাটতে না পারলেও বলেউডে একের পর এক ছবি দিয়ে নিজের জায়গা পাকা করে নিয়েছেন অভিনেত্রী। বিশেষ করে ২০১৫ সালে নীরজ পাণ্ডের ছবি ‘বেবি’ তাঁকে জনপ্রিয়তা এনে দেয়। তারপর এই ছবিরই প্রিক্যুয়েল আসে ‘নাম শাবানা’। ছবিতে মূল চরিত্রে অভিনয় করেন তিনি। এছাড়া সুজিত সরকার প্রযোজিত ও অনিরুদ্ধ রায়চৌধুরী ‘পিঙ্ক’ ছবিতে অভিনয়ের জোরে দর্শকের মনে নিজের জায়গা পাকা করে নেন তাপসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + four =