”এক নামী শিল্পপতির স্ত্রীর সঙ্গে রাত কাটিয়েছি”, তেহসিনের ‘ডার্ক সিক্রেটে’ ফাঁস

”এক নামী শিল্পপতির স্ত্রীর সঙ্গে রাত কাটিয়েছি”, তেহসিনের ‘ডার্ক সিক্রেটে’ ফাঁস

মুম্বই: কঙ্গনা রানাওয়াতের ‘লক আপ’ শোয়ে ডার্ক সিক্রেট ফাঁস করে শোরগোল ফেলে দিলেন তেহসিন পুনাওয়ালা৷ রাজনৈতিক বিশেষজ্ঞ তথা শিল্প উদ্যোক্তা তেহসিনের বিস্ফোরক স্বীকারোক্তিতে আলোড়ল পড়ে গিয়েছে৷ যদিও কঙ্গনার জেল থেকে বাদ দেওয়া হয়েছে তেহসিনকে৷ জেল থেকে বেরনোর আগে একজন প্রতিযোগীকে বাঁচানোর সুযোগ পেয়েছিলেন তিনি৷ তেহসিন বাঁচান সায়েশা শিন্দেকে৷ সায়েশাকে রক্ষা করতে গিয়েই নিজের গোপন কথা ফাঁস করেন এই শিল্প উদ্যোক্তা৷ যা শুনে হতভম্ব তাঁর ভক্তরা৷ 

আরও পড়ুন- ‘তুমি অনেক সেক্স করেছো না?’ বড় স্তন নিয়ে কটাক্ষের শিকার সায়ন্তনী

তেহসিন জানান, একবার দেশের এক নামীদামী শিল্পপতির স্ত্রীর সঙ্গে রাত কাটিয়েছিলেন তিনি। ওই মহিলার স্বামীর অনুরোধেই তিনি নাকি এই কাজ করেছিলেন৷  এই কথা শোনার পরেই সকলে ওই শিল্পপতির নাম জানার জন্য উৎসুক হয়ে ওঠেও৷ যদিও তেহসিন তাঁর নাম মুখে আনেননি৷ 

তেহসিন বলেন, ‘‘ভারতের এক বড় শিল্পপতি একবার আমাকে একটি অফার দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তাঁর স্ত্রীর সঙ্গে আমাকে একটা রাত কাটাতে হবে। বদলে উইকএন্ডে আমার নাইট ক্লাবের সমস্ত খরচ তিনি বহন করবেন।’’ তেহসিন আরও জানান, ‘‘শুধু রাত কাটানোই নয়, ওই শিল্পপতি তাঁর স্ত্রীর সঙ্গে আমার যৌন মিলনের সাক্ষীও হতে চেয়েছিলেন। আমি তাঁর ইচ্ছাতে সেই কাজ করেছিলাম এবং যথেষ্ট উপভোগও করেছিলাম।’’ তেহসিন জানান, কিছুটা দূর থেকে তাঁদের সঙ্গমের দৃশ্য উপভোগ করেছিলেন ওই শিল্পপতি৷

তেহসিনও নাকি একটি শর্ত রেখেছিলেন৷ বলেছিলেন, সঙ্গমের মুহূর্তে তিনিও কোনও ভাবে বাধা দিতে পারবেন না৷ তাঁর কথায়, ‘‘এর জন্য আমার কোনও লজ্জা নেই৷ কারণওই শিল্পপতি তাঁর স্ত্রীকে নিজের সম্পত্তি মনে ককে উপভোগ করতে বলেছিলেন৷’’ এই কথাটি তেহসিনের স্ত্রীও জানেন৷ বিয়ের আগে পরিচয় হওয়ার সময়েই তা জানিয়ে দিয়েছিলেন৷ 

কঙ্গলনার ‘লক আপে’র দ্বিতীয় পর্ব থেকে বাদ পড়েছেন তেহসিন৷ জেল থেকে বেরনোর সময় একজন কয়েদিকে বাঁচানোর সুযোগ দেওয়া হয় তবে নিজের জীবনের গোপন কথা প্রকাশ্যে আসান শর্তে৷ সেই শর্ত পূরণেই যাওয়ার আগে এই বোমা ফাটান তেহসিন৷