এবার দীপিকার নামে দোসা, বিক্রি দেদার

মুম্বই: এবার দীপিকার নামে দোসা। আমেরিকর টেক্সাসে একটি রেস্তোরাঁয় তাদের মেনুতে দোসার নাম রেখেছে দীপিকা পাড়ুকোন। মুহূর্তে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা। গত ১৪ নভেম্বর দীপিকা-রণবীরের বিয়ে নিয়ে তোলপাড় হয়েছিল সোশাল মিডিয়া। তাঁদের ছবিতে ছিল ফেসবুক ও ইন্স্টাগ্রাম ছয়লাপ। বিয়ের বিবরণ নিয়ে খবরের কাগজে খরচ হয়েছিল পাতার পর পাতা। স্ত্রী দীপিকার নামে দোসা তৈরির খবর

এবার দীপিকার নামে দোসা, বিক্রি দেদার

মুম্বই: এবার দীপিকার নামে দোসা। আমেরিকর টেক্সাসে একটি রেস্তোরাঁয় তাদের মেনুতে দোসার নাম রেখেছে দীপিকা পাড়ুকোন। মুহূর্তে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা।

গত ১৪ নভেম্বর দীপিকা-রণবীরের বিয়ে নিয়ে তোলপাড় হয়েছিল সোশাল মিডিয়া। তাঁদের ছবিতে ছিল ফেসবুক ও ইন্স্টাগ্রাম ছয়লাপ। বিয়ের বিবরণ নিয়ে খবরের কাগজে খরচ হয়েছিল পাতার পর পাতা। স্ত্রী দীপিকার নামে দোসা তৈরির খবর শুনে রণবীর বলেছেন, “আমি ওই দোসা খাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =