এবার মামলার গেরোয় মান্না দে’র গান, দায়ের মামলা

কলকাতা: মিউজিক অ্যালবামের সিডি কভার থেকে মান্না দে’র নাম এবং ছবি সরিয়ে নেওয়া হবে। সোমবার সুপ্রিম কোর্টে জানাল সারেগামা ইন্ডিয়া লিমিটেড। সারেগামার বিরুদ্ধে কপিরাইটের শর্ত ভাঙার মামলা করেছিলেন মান্না দে’র মেয়ে সুস্মিতা দেব। তাঁর অভিযোগ ছিল, ২০১৩ সালে মান্না দে’র মৃত্যুর পর ওই মিউজিক কোম্পানি ‘হয়তো তোমারই জন্য’ নামে একটি অ্যালবাম প্রকাশ করে। অ্যালবামের ১৪টি

এবার মামলার গেরোয় মান্না দে’র গান, দায়ের মামলা

কলকাতা: মিউজিক অ্যালবামের সিডি কভার থেকে মান্না দে’র নাম এবং ছবি সরিয়ে নেওয়া হবে। সোমবার সুপ্রিম কোর্টে জানাল সারেগামা ইন্ডিয়া লিমিটেড। সারেগামার বিরুদ্ধে কপিরাইটের শর্ত ভাঙার মামলা করেছিলেন মান্না দে’র মেয়ে সুস্মিতা দেব।

তাঁর অভিযোগ ছিল, ২০১৩ সালে মান্না দে’র মৃত্যুর পর ওই মিউজিক কোম্পানি ‘হয়তো তোমারই জন্য’ নামে একটি অ্যালবাম প্রকাশ করে। অ্যালবামের ১৪টি মান্না দে’র বিখ্যাত গান অন্য শিল্পীরা গেয়েছেন। প্রকৃত গানগুলি বিকৃত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। একইসঙ্গে বলেন, তাঁর অনুমতি ছাড়া মান্না দে’র গান নতুন করে সাজিয়ে বাজারে বিক্রি করা হচ্ছে। এই গানগুলির মধ্যে বেশ কয়েকটি তাঁর বাবার নিজস্ব সুর। এটা সম্পূর্ণভাবে কপিরাইট ভঙ্গের মধ্যে পড়ে। প্রথমে মামলাটি বেঙ্গালুরু হাইকোর্টে ওঠে। কিন্তু সেখানে সুস্মিতা দেবের পিটিশন খারিজ হয়ে যায়। এরই বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেন। সোমবার তারই শুনানিতে সারেগামার আইনজীবী জানিয়ে দেন, ওই অ্যালবামের কভার থেকে মান্না দে’র ছবি-নাম সরিয়ে ফেলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *