সুশান্ত মামলা ও মুম্বই পুলিশকে নিয়ে আপত্তিকর মন্তব্য, স্ক্যানারে হাজারেরও বেশি ভুয়ো সোশ্যাল অ্যাকাউন্ট

মুম্বই: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে হাজার হাজার ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি হয়েছে। সেই সবের বিরুদ্ধে এবার তজন্ত শুরু করবে মুম্বই পুলিশ। সম্প্রতি এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি মুম্বই পুলিশের কাছে দুটি এফআইআর দায়ের করেছেন। সেখানে বলা হয়েছে মুম্বই পুলিশের বিরুদ্ধে একটি অ্যাকাউন্ট থেকে আপত্তিজনক মন্তব্য পোস্ট করার হয়েছে এবং অন্য এফআইআরে বলা হয়েছে ৩৪ বছর বয়সী অভিনেতার বিষয়েও ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার হচ্ছে ওই ভুয়ো অ্যাকাউন্টগুলি থেকে।

 

মুম্বই: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে হাজার হাজার ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি হয়েছে। সেই সবের বিরুদ্ধে এবার তজন্ত শুরু করবে মুম্বই পুলিশ। সম্প্রতি এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি মুম্বই পুলিশের কাছে দুটি এফআইআর দায়ের করেছেন। সেখানে বলা হয়েছে মুম্বই পুলিশের বিরুদ্ধে একটি অ্যাকাউন্ট থেকে আপত্তিজনক মন্তব্য পোস্ট করার হয়েছে এবং অন্য এফআইআরে বলা হয়েছে ৩৪ বছর বয়সী অভিনেতার বিষয়েও ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার হচ্ছে ওই ভুয়ো অ্যাকাউন্টগুলি থেকে।

জাল অ্যাকাউন্টগুলি নিয়ে এফআইআরের পরে সেগুলি পুলিশের স্ক্যানের আওতায় আসবে বলে আশা করা হচ্ছে। এই অ্যাকাউন্টগুলির পোস্ট ইতালি, জাপান, পোল্যান্ড, স্লোভেনিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, থাইল্যান্ড, রোমানিয়া এবং ফ্রান্স সহ বিভিন্ন দেশ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করা হয়েছে। মুম্বইয়ের এক পুলিশ কর্মকর্তা বলেছেন, “এই মুহূর্তে, যখন মহামারীজনিত কারণে আমাদের ৮৪ জন পুলিশকর্মী প্রয়াত হয়েছেন এবং ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন, তউন পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্যই এই নেতিবাচক কথা প্রচার করা হচ্ছে। আমরা এই মামলার সমাধার করব ও অপরাধীর কাছে পৌঁছব। বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টধারীরা মুম্বই পুলিশ কমিশনারকে টুইটার, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মতো বিভিন্ন প্ল্যাটফর্মে ট্রোল করছে। তাঁর বিরুদ্ধে এবং বাহিনীর বিরুদ্ধে আপত্তিজনক ভাষা ব্যবহার করছে। সুতরাং এই অ্যাকাউন্ট হোল্ডারদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের ৬৭ ধারায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে। 

আরও পড়ুন: করোনায় আক্রান্ত অভিনেত্রী তামান্না ভাটিয়া, হায়দরাবাদের হাসপাতালে চলছে চিকিৎসা

তিনি এও বলেন, “এই অ্যাকাউন্টগুলির বেশিরভাগই ভুয়ো। আমরা এই সমস্ত ভুয়ো অ্যাকাউন্টধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।” সম্প্রতি মুম্বই পুলিশ কমিশনারের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মোর্ফেড ছবি ব্যবহার করা এক ব্যক্তির বিরুদ্ধে আরও একটি এফআইআর দায়ের করা হয়েছে। মুম্বই পুলিশের সাইবার সেল, ডিসিপি রশ্মি করান্দিকার বলেছেন, “আমরা উভয় বিষয়েই তদন্ত শুরু করেছি।” পাশাপাশি সুশান্ত সিং রাজপুত ও দিশা সালিয়ানকে নিয়েও এনেক বিবৃতি করা হচ্ছে এই ভুয়ো অ্যাকাউন্টগুলিতে। একটি অ্যাকাউন্টে তো সুপ্রিম কোর্টের নাম উল্লেখ করেও পোস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + one =