সবাইকে নেশারু বলবেন না, মাদক পরীক্ষার রিপোর্ট দেখিয়ে আর্জি টিয়ার

সবাইকে নেশারু বলবেন না, মাদক পরীক্ষার রিপোর্ট দেখিয়ে আর্জি টিয়ার

মুম্বই: সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার তদন্তে মাদক যোগের হদিশ মেলার পরই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আঁতস কাঁচে গোটা বলিউড৷ জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই ডেকে পাঠানো হয়েছে দীপিকা পাডুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কপুর, রকুল প্রীত সিং-এর মতো প্রথম সারির নায়িকাদের৷ এরই মধ্যে স্বেচ্ছায় নিজের ড্রাগ টেস্ট করালেন ১৯২০: ইভিল রিটার্নস এবং হন্টেড থ্রিডি খ্যাত অভিনেত্রী টিয়া বাজপেয়ী৷ অনলাইনে সেই রিপোর্টও তুলে ধরলেন তিনি৷ 

আরও পড়ুন- জীবনযুদ্ধে হার, করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত এসপি বালাসুভ্রমণিয়ম

ইনস্টাগ্রামে ড্রাগ টেস্টের রিপোর্ট তুলে ধরে টিয়া বলেন, ‘‘সবাই সামন নয়৷ আমার সহ শিল্পীদের মধ্যে কেউ যদি নিজেকে আলাদা বলে প্রমাণ করতে চান, তাহলে ড্রাগ টেস্ট করিয়ে সেই রিপোর্ট প্রকাশ্যে তুলে ধরুন৷’’ পাশাপাশি একটি ভিডিয়ো শেয়ার করেছেন টিয়া৷ ওই ভিডিয়োতে অভিনেত্রী বলেন, ‘‘কিছু মানুষের মাদক সেবনের জন্য আজ গোটা বলিউড ইন্ডাস্ট্রিকে কলুষিত করা হচ্ছে৷ সে কারণেই আমি আজ আমার ড্রাগ টেস্টের রিপোর্ট নিয়ে সামনে এসেছি৷ হ্যাঁ, আমি ড্রাগ টেস্ট করিয়েছি৷ আপনারা সবাই সেটা দেখতে পাচ্ছেন৷ গোটা রিপোর্টটাই নেগেটিভ এসেছে৷ আমার একান্ত অনুরোধ, সকলকে এক সারিতে ফেলবেন না৷ আমাদের মধ্যে কেউ কেউ সত্যিই গুরুত্ব সহকারে কাজটা করে৷ নিজেদের প্রতিষ্ঠা করার জন্য তাঁরা কঠিন পরিশ্রম করে৷’’

আরও পড়ুন- শনিবার কি গ্রেফতার হতে পারেন দীপিকা? জেনে নিন আইনজীবীরা কী বলছেন

টিয়া আরও বলেন, ‘‘ আমার সকল সহ শিল্পীদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে ড্রাগ টেস্ট করান৷ এবং সেই রিপোর্ট পাবলিক ডোমেনে রাখুন৷ নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের কেরিয়ারের জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের ভক্তদের জন্য এই টেস্ট করান৷ যাঁরা নিঃস্বার্থ ভাবে আপনাদের ভালোবাসে৷’’ 

সুশান্ত সিং মৃত্যু মামলায় মাদক যোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রিয়া চক্রবর্তী৷ রিয়াকে জেরার সূত্র ধরেই ডেকে পাঠানো হয়েছে দীপিকা, শ্রদ্ধা, সারা এবং রকুলকে৷ এর আগে কঙ্গনা রানাউতও অভিযোগ করেছিলেন, ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ৯৯ শতাংশ মানুষই মাদকাসক্ত৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =