RG কর কাণ্ডে প্রতিবাদের মাঝেই ভরসন্ধ্যায় দক্ষিণ কলকাতার রাস্তায় আক্রান্ত অভিনেত্রী, ভাঙা হল গাড়ি কাচ

কলকাতা:  আরজি করে পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। চারিদিকে প্রতিবাদের ঝড়৷ এই প্রতিবাদ শুধু রাজ্য বা দেশের ভিতরেই নয়, আন্দোলনের…

payel Ac

কলকাতা:  আরজি করে পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। চারিদিকে প্রতিবাদের ঝড়৷ এই প্রতিবাদ শুধু রাজ্য বা দেশের ভিতরেই নয়, আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে বিদেশেও৷ ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছে সমাজের সর্বস্তরের মানুষ৷ এই পরিস্থিতিতে আরও একবার শহরের বুকে প্রশ্ন উঠল নারী নিরাপত্তা নিয়ে৷ দক্ষিণ কলকাতার রাস্তায় আক্রান্ত হলেন এক অভিনেত্রী৷ এক বাইক আরোহীর হাতে রীতিমতো হেনস্থা হতে হল পায়েল মুখোপাধ্যায়কে৷ ফেসবুক লাইভে এসে ভয়াবহ পরিস্থিতির কথা সকলের সঙ্গে শেয়ার করেন তিনি৷ তিনি জানান, ওই ব্যক্তি তাঁর গাড়ির জানলার কাচ ভেঙে দেন বলেও লাইভে জানান পায়েল৷ অভিযুক্তকে আটক করেছে পুলিশ৷ ঠিক কী হয়েছিল?

 

শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ ফেসবুক লাইভে এসে গোটা ঘটনার বিবরণ দেন পায়েল৷। সাদার্ন অ্যাভিনিউয়ের ঘটনাটি ঘটেছে৷ অভিনেত্রী বলেন, ‘‘কলকাতা শহরে এত প্রতিবাদ হচ্ছে, অথচ একটি মেয়ের ন্যূনতম নিরাপত্তা নেই। একটি বাইক আমার গাড়িতে ধাক্কা মারে। আমি ড্রাইভ করছিলাম। উনি আমার গাড়ির দরজার কাচে টোকা মারে। আমি একটু কাচ নামাই। আমাকে দরজা খুলতে বলে।  নিরাপত্তার ভয়ে আমি দরজা খুলিনি। তারপর সাদার্ন অ্যাভিনিউয়ে এসে ঘুষি মেরে আমার গাড়ির কাচ ভেঙে দেয়। এটাই কলকাতায় মেয়েদের নিরাপত্তা৷’’