কলকাতা: টলিউডে অন্যতম পাওয়ার কাপল হিসাবে পরিচিত ছিলেন তাঁরা৷ তবে গত এক মাসেরও বেশি সময় ধরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার সংসার ভাঙার কাহিনী। কানাঘুষো যিশু-নীলাঞ্জনার ২০ বছরের দাম্পত্য জীবন ভাঙার নেপথ্যে রয়েছে যিশুর আপ্ত সহায়ক শিনাল সুর্তির সঙ্গে অবৈধ সম্পর্ক৷ এই সম্পর্কের জেরেই নাকি বেড়েছে দূরত্ব। এ-ও শোনা গিয়েছে, শিনাল নাকি সন্তানসম্ভবা৷ তিনি যিশুর সন্তানের মা হতে চলেছেন। ( Jisshu Sengupta Neelanjana divorce)
বাবা হচ্ছেন যিশু?
এরই মধ্যে বুধবার সকাল থেকে শোনা যাচ্ছে নতুন গুঞ্জন৷ যিশুর বাবা হওয়ার খবর নাকি মিথ্যা৷ যিশু-নীলাঞ্জনার সম্পর্কে দূরত্বের কারণ তাঁদের দাম্পত্য কলহ৷ নীলাঞ্জনা নাকি যিশুর উপর প্রবল আধিপত্য চালাতেন৷ দীর্ঘ দিন ধরে সেই আচরণ অসহনীয় হয়ে উঠেছিল৷ মনের দিক থেকে স্ত্রীর থেকে দূরে সরে যাচ্ছিলেন অভিনেতা। সেই কারণেই এই বিচ্ছেদ৷ এই বিচ্ছেদ নিয়ে নীলাঞ্জনা ও তাঁর বড় মেয়ে মুখ খুললেও এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি যিশু৷
আরও পড়ুন-
প্রতিবাদে হাসি কেন? ‘পিরিয়ড হলে…’ পালটা প্রশ্ন স্বস্তিকার
Entertainment: Rumors swirl around Tollywood’s power couple Jisshu Sengupta and Neelanjana’s divorce. Allegations of Jisshu’s affair with assistant Shinal Surti and her pregnancy add fuel to the fire. Neelanjana’s dominance cited as a reason for their split