স্বচ্ছ অফ শোন্ডার বিচ টপের নীচে স্পষ্ট অন্তর্বাস, সুইমিং পুলে জলকেলিতে ঝড় তৃণার

স্বচ্ছ অফ শোন্ডার বিচ টপের নীচে স্পষ্ট অন্তর্বাস, সুইমিং পুলে জলকেলিতে ঝড় তৃণার

কলকাতা: কিছু দিন আগেই সাত পাকে বাঁধা পড়েছেন তিনি৷ শরীর চুঁইয়ে পড়ছে যৌবনের ছটা৷ স্বাধীনতা দিবসে বোল্ড অবতারে ধরা দিয়ে নেটদুনিয়ায় উষ্ণ ঝড় তুললেন তৃণা সাহা৷ ট্রান্সপারেন্ট অফ শোন্ডার বিচ টপের নীচে গাঢ় বেগুনি রংয়ের ব্রা৷ সুইমিংপুলে তৃণার জলকেলিতে চড়ল উষ্ণতার পারদ৷ 

আরও পড়ুন- নগ্ন শরীরে বাথটবে রিল্যাক্স, মাথার পিথনে মদের বোতলে অশ্লীলতার চরমে কঙ্গনা

ছবিতে দেখা গিয়েছে টপ নট করে বাঁধা তৃণার চুল৷ মুখে মিস্টি হাসি৷ তৃণার রূপ সাগরে ডুব দেওয়ার স্বপ্ন দেখছেন না জানি কত পুরুষ৷ সদ্য বিবাহিত নীল-তৃণা এখন রোম্যান্সে মজে৷ ক’দিন আগেই গোয়া থেকে ঘুরে এসেছেন তাঁরা৷ মাথোমাখো রোম্যান্সের সেই ছবিও ভাইরাল হয়েছিল। এবার স্বাধীমতা দিবসে বিকিনি লুকে ধরা দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। যা দেখে ঘাম ঝরছে নেটিজেনদের। 

আরও পড়ুন- ‘আমাকে ফাঁসানো হয়েছে’, আদালতের বাইরে বিস্ফোরক পরীমনি

পার্পল রংয়ের ব্রা পরে জলে ডুব দিয়ে ক্যাপশনে লিখলেন ‘পুল লাইফ কুল’৷ ছবি পোস্ট হতেই ভাইরাল৷ উপচে পড়েছে কমেন্ট বক্স৷ বোল্ড অবতারে ধরা দিয়ে সকলকে একেবারে বোল্ড আউট করেছেন খড়কুটোর নায়িকা৷ উল্লেখ্য ১০ বছর প্রেম পর্বের পর নিয়ম রীতি মেনে সাত পাকে বাঁধা পড়েন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা৷ তাঁদের রিল লাইফ হোক বা রিয়েল লাইফ, ভক্তদের কাছে বরাবরই রোমাঞ্চকর তাঁদের রোম্যান্স৷ তাঁদের প্রেম কাহিনী এক কথায় হট কেক৷ 

trina

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − eight =