মুম্বই: পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে হানা দিয়ে তাড়া তাড়া নোটের বান্ডিল উদ্ধার করেছে ইডি৷ ফ্ল্যাটের ঘরে তিনি কার্যত সাজিয়েছিলেন টাকার পাহাড়৷ সেই অর্পিতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে বুকের খাঁজে টাকা গুঁজে ভাইরাল উরফি জাভেদ৷ তিনি বক্ষ মাঝে টাকা লুকাতে পারলেও অর্পিতা পারেননি, কারণ তাঁর যে টাকার পাহাড়!
আরও পড়ুন- ‘আগে বলিউডে অভিনয়টা শেখো’, লাইগার ফ্লপ হতেই হলিউড সংলাপ নিয়ে ট্রোলড অনন্যা
নেট পাড়ায় ফের ভাইরাল উরফির কীর্তি৷ পার্স নয়, টাকা রাখলেন ক্লিভেজের ভাঁজে৷ ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, কালো রঙের ছোট পোশাকে একটি ইভেন্টে এসেছেন উরফি। সেখানেই সকলের সামনে বুকে হাত দিয়ে টাকা বার করে আনেন অভিনেত্রী৷ এই দৃশ্য ভাইরাল হতেই চরম ট্রোলড তিনি৷
উরফি বরাবরই বোল্ড নেচারের৷ কতটা সাহস থাকলে তাঁর মতো পোশাক পরা যায়, তা শুধু উরফিই জানেন৷ ছেড়াফাটা পোশাকেই বারবার নেটপাড়ায় ঝড় তুলছেন তিনি৷ শরীরে পোশাক কম থাকলেই স্বচ্ছন্দ্য অভিনেত্রী৷ এটাই তাঁর ফ্যাশন স্টেটমেন্ট৷ অন্তর্বাস ছাড়া অত্যন্ত সাহসী লুকে একাধিকবার ক্যামেরায় পোজ দিয়েছেন উরফি৷ যা নিয়ে কম বিতর্ক হয়নি। এবার সবকিছুকে ছাপিয়ে গেলেন৷ সম্প্রতি উরফির ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে চোখ কপালে নেটিজেনদের৷
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, ফিনফিনে সরু ফিতের পোশাকে উন্মুক্ত বক্ষযুগল৷ আর বক্ষ-বিভাজিকার খাঁজে লুকনো রয়েছে টাকা৷ তাঁর এই কাণ্ড দেখে অনেকেই নিন্দা করেছেন৷ এক ইউজার লিখেছেন, এমন পোশাক পরতে আপনার লজ্জা করে না৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>