দশ বছরের ছোট স্বামীর থেকে বিভোর্স চেয়ে আদালতে ঊর্মিলা, কেন দাম্পত্যে ইতি? Urmila Matondkar Divorce

Urmila Matondkar Divorce মুম্বই: আট বছরের সম্পর্কে ইতি টেনে বিচ্ছেদের পথে হাঁটলেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর৷ ভালোবেসে ভিন ধর্মে বিয়ে করেছিলেন তিনি৷ নিজের চেয়ে বয়সে ১০…

Urmila Matondkar Divorce Announcement

Urmila Matondkar Divorce

মুম্বই: আট বছরের সম্পর্কে ইতি টেনে বিচ্ছেদের পথে হাঁটলেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর৷ ভালোবেসে ভিন ধর্মে বিয়ে করেছিলেন তিনি৷ নিজের চেয়ে বয়সে ১০ বছরের ছোট মহসিন আখতার মীরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন উর্মিলা। সেই বাঁধন নাকি অনেকদিন ধরেই আলগা হতে শুরু করেছিল৷ অবশেষে বিচ্ছেদের পথই বেছে নিলেন তিনি৷ (Urmila Matondkar Divorce)

 

নতুন পথে ‘রঙ্গিলা-গার্ল’ Urmila Matondkar Divorce

আট বছরের দাম্পত্য ভেঙে নতুন পথে এগোতে চাইছেন ‘রঙ্গিলা-গার্ল’। সূত্রের খবর, স্বামী মহসিন আখতার মীরের থেকে বিচ্ছেদ চেয়ে মামলা করেছেন অভিনেত্রী। তবে বিচ্ছেদের কারণ এখনও জানা যায়নি। তবে পারস্পরিক শর্তে যে বিবাহবিচ্ছেদ হচ্ছে না, সেই খবর মিলেছে সূত্রে৷ ফলে আইননি লড়াইয়ের পথেই হাঁটতে হবে নায়িকাকে৷

ভিন্‌ধর্মে বিয়ে

২০১৬ সালে সকলকে খানিকটা অবাক করেই কাশ্মীরি যুবক মহসিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঊর্মিলা। একে ভিন্‌ধর্মে বিয়ে, তার উপর তাঁদের মধ্যেকার বয়সের ফাকার নিয়ে প্রথম থেকেই চাপানউতোর ছিল। সেই কারণেই খুব ব্যক্তিগত পরিসরে বিয়ে সেরেছিলেন অভিনেত্রী। তবে সেই সম্পর্ক শেষ পর্যন্ত টিকল না৷

urmila M

শিশুশিল্পী হিসেবে বলিউডে আত্মপ্রকাশ

শিশুশিল্পী হিসেবে বলিউডে আত্মপ্রকাশ ঘটেছিল ঊর্মিলার। তার পর নায়িকা হিসেবে ‘রঙ্গিলা’, ‘জুদাই’, ‘খুবসুরত’, ‘জঙ্গল’, ‘এক হাসিনা থি’র মতো একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। তাঁর শরীরী বিভঙ্গে মুগ্ধ হয়েছিল অগনিত দর্শক৷ তবে ধীরে ধীরে তাঁর জনপ্রিয়তা কমতে থাকে৷ ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ব্ল্যাকমেল’ ছবিতে শেষবার একটি ক্যামিও চরিত্রে দেখা যায় উর্মিলাকে৷

আরও পড়ুন-

ফের ঝড় তুলতে আসছে ‘থান্ডারবোল্টস’! 

সঙ্কটজনক মনোজ মিত্র, কী জানাচ্ছে পরিবার?

অস্কারের মঞ্চে ভারতের বাজি ‘লাপাতা লেডিস’!

ভারতে আসছে ‘কোল্ডপ্লে’!

Entertainment: Bollywood actress Urmila Matondkar ends her 8-year marriage with Mohsin Akhtar Mir. The couple, who married in 2016, have decided to part ways. Urmila, known for her roles in ‘Rangeela’ and ‘Judaai’, has filed for divorce. Read more about their journey and separation.