লিভ ইনের ইচ্ছা থাকলেও উপায় নেই বরুণ-নাতাশার, কেন?

মুম্বই: নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা বরুণ ধাওয়ান। কখনও তিনি অস্বীকার করেননি যে স্কুলের বান্ধবী নাতাশা দালালের সঙ্গেই তিনি সম্পর্কে রয়েছেন। শোনা গিয়েছিল খুব শীঘ্রই তাঁরা বিয়ে করবেন। কিন্তু করোনার জেরে তাঁদের ডেস্টিনেশন ওয়েডিং পিছিয়ে গিয়েছে। এর মাধ্যেই বরুণ ও নাতাশার সম্পর্ক নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন করিনা কাপুর খান। 

মুম্বই: নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা বরুণ ধাওয়ান। কখনও তিনি অস্বীকার করেননি যে স্কুলের বান্ধবী নাতাশা দালালের সঙ্গেই তিনি সম্পর্কে রয়েছেন। শোনা গিয়েছিল খুব শীঘ্রই তাঁরা বিয়ে করবেন। কিন্তু করোনার জেরে তাঁদের ডেস্টিনেশন ওয়েডিং পিছিয়ে গিয়েছে। এর মাধ্যেই বরুণ ও নাতাশার সম্পর্ক নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন করিনা কাপুর খান। 

করিনা কাপুরের রেডিও শো ‘হোয়াট ওমেন ওয়ান্ট’-এ এসেছিলেন বরুণ ধাওয়ান। সেখানে নাতাশাকে বরুণের ‘ফিয়সেঁ’ বলেন তিনি। বোঝাই যাচ্ছে করোনা পরিস্থিরি মধ্যেই লোকচক্ষুর আড়ালে আংটি বদল সেরে ফেলেছেন বরুণ। তবে বিয়ের ব্যাপারে বরুণ কিন্তু স্পষ্ট করেননি কিছু। কবে বিয়ে করবেন, তা জানাননি। কিন্তু বিয়ে করার কথা স্বীকার করে তিনি বলেন, এতগুলো বছর কারুর সঙ্গে কাটানোর পর বিয়ে করাটা স্বাভাবিক। তবে এ ব্যাপারে তাঁকে উদ্বুদ্ধ করেছেন তাঁর দাদা ও বৌদি। কারণ যখনই তিনি তাঁর ভাইঝি নিয়ারাকে দেখেন, তখন মনে হয় বিয়েটা দারুণ ব্যাপার।

এই শোয়ে আরও একটি কথা বলেন বরুণ। জানান, নাতাশার সঙ্গে লিভ ইন করার ইচ্ছা তাঁর। আর এই ইচ্ছা সাম্প্রতিক নয়, দীর্ঘদিনের। কিন্তু পরিবারের তরফে আপত্তি রয়েছে। তাই এখনও তাঁর ও নাতাশার লিভ ইন করা সম্ভব হয়নি। কিন্তু সমস্যা কোন পরিবারের? বরুণের বক্তব্য নাতাশার বাবা-মার লিভ ইন নিয়ে কোনও আপত্তি নেই। কিন্তু তাঁর বাড়িতে ছবিটা একেবারে উলটো। অভিনেতা এও বলেন, নির্দিষ্ট সময়ের পর প্রেমিক ও প্রেমিকা একসঙ্গে থাকতে চায়। তাঁদের ক্ষেত্রেও সেটাই ঘটেছে। তাঁদের দুজনের বিয়ে ছাড়াও একসঙ্গে থাকতে সমস্যা নেই। কিন্তু বরুণের বাবা-মা এ ব্যাপারে মত দেননি। আর দেবেনও না। ফলে বরুণের নিজের বাড়ি থাকা সত্ত্বেও লিভ ইন করা তাঁর পক্ষে সম্ভব হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =