বিয়ের আগেই লিভ ইনে নাতাশাকে কাছে পেতে মরিয়া ছিলেন বরুণ!

বিয়ের আগেই লিভ ইনে নাতাশাকে কাছে পেতে মরিয়া ছিলেন বরুণ!

মুম্বই: একুশের গোড়াতেই শুরু তাঁর নতুন জীবনের পথ চলা৷ ছোট বেলার বান্ধবী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ান৷ তবে নাতাশাকে স্ত্রী হিসাবে পাওয়া সহজ ছিল না৷ প্রেমের পথে বহু বাধা সইতে হয়েছে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-কে৷ এমনকী বিয়ের আগে লিভ ইন করার প্রবল ইচ্ছে থাকলেও, তা পূরণ হয়নি৷ কিন্তু কেন? বলিউডে লিভ ইন তো এখন জল ভাত৷ তাহলে কেন সে পথে হোঁচট খেলেন বরুণ? জানলে অবার হবেন৷ 

আরও পড়ুন- ‘স্তন দেখা যাচ্ছে’, সপাটে ট্রোলের জবাব দিলেন দিব্যা

চার বার বাধা পেয়ে ছাদনাতলায় পৌঁছন ৩৪-এর বরুণ৷ আলিবাগের পাঁচতারা হোটেলে আলিশান বিয়ে নয়, বরং পরিবারের সদস্য ও বন্ধুবান্ধদের নিয়ে ছিমছাম বিয়ের আসর বসেছিল তাঁর৷ কিন্তু বরুণকে প্রেমিক হিসাবে মেনে নিতে বেশ সময় নিয়েছিলেন নাতাশা৷ হঠাৎ করে বন্ধু বরুণকে প্রেমিক হিসাবে মানতে সমস্যা হয়েছিল তাঁর৷ তাই একাধিকবার ফিরিয়ে দিয়েছিলেন প্রেমের প্রস্তাব৷ নাতাশাকে নিজের করে পেতে কম কাঠখড় পোড়াতে হয়নি বরুণকে৷ তাঁদের এই প্রেম কাহিনী রিল লাইফের চেয়ে কিছু কম নয়৷ 

নাতাশা এবং বরুণ যখন ষষ্ঠ শ্রেণির পড়ুয়া৷ তখন থেকেই বন্ধুত্ব তাঁদের৷ অনেক কষ্ট করে নাতাশার মন জিতেন ডেভিড-পুত্র৷  আর জিতেই তিনি চেয়েছিলেন নাতাশার সঙ্গে লিভ ইন করতে৷  চুটিয়ে প্রেম সাগরে ডুব দিতে চেয়েছিলেন তিনি৷ এক কথায় বিয়ের আগেই নাতাশাকে নিজের করে পেতে মরিয়া ছিলেন বরুণ৷ কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় পরিবার৷ পরিবারের প্রবল আপত্তিতেই সেই আশা পূরণ হয়নি বরুণের৷ তবে বিয়ের পর চুটিয়ে সংসার করছে এই লাভ বার্ডস৷ সোশ্যাল মিডিয়ায় তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও শেয়ার করেছেন অভিনেতা৷ যা নেট পাড়ায় ভাইরাল৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + thirteen =