মুহূর্তেই ভাইরাল কাজল কন্যা নাইসার ভিডিও! কিন্তু কেন?

মুহূর্তেই ভাইরাল কাজল কন্যা নাইসার ভিডিও! কিন্তু কেন?

 

মুম্বই: সিঙ্গাপুরে নিজের স্কুলের একটি অনুষ্ঠানে জমিয়ে নাচলেন কাজল কন্যা নাইসা দেবগন। আর তাতেই তুমুল সাড়া নেটিজেনদের। ইতিমধ্যেই সেই ভিডিও শেয়ার হচ্ছে ঝড়ের গতিতে।

একসময় শাহরুখ আর কাজল ছিল হিট জুটি। আর সেই  জুটির ছবি মানেই ব্লকবাস্টার ছবি। এখনো দর্শকদের মনে জায়গা করে আছে কাজল-শাহরুখ জুটি। আর এই জুটির অন্যতম সেরা সিনেমা ছিল কাভি খুশি কাভি গাম। এই মুভি এখনো পর্যন্ত কেউ দেখেনি এরকম মানুষ খুব কমই আছে। এই মুভির একটি হিট গান “বলে চুড়িয়া বলে কাঙ্গেনা” এই গানটি কম-বেশি সবারই শোনা। এবার মায়ের অভিনীত সেই ছবির গানে নাচতে দেখা গেল নাইসা দেবগণকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও এখন ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে স্কুলের একটি ইভেন্টে কাজল কন্যা নাইসা স্কুলের ছাত্র-ছাত্রীদের সাথে নাচছে। নাইসার পরনে সাদা ও কালো এমব্রয়ডারি করা স্কার্ট। আর তাতেই রীতিমতো নেটিজেনদের আপ্লুত করে ফেলেছেন নাইসা। অধিকাংশ নেটিজেন কমেন্টে করে জানান মা-বাবার যোগ্য উত্তরসূরি হবেন নাইসা।

বলে চুড়িয়া ছাড়াও মাই নেম ইজ খান ছবি থেকে সজদা ও তেরে নয়না গানে এবং জব উই মেট ছবির নাগারা গানে কোমর দোলাতে দেখা গেল  ভাইরাল ভিডিওতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 1 =