মুম্বাই: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর রিয়া চক্রবর্তীকে নিয়ে কম বিতর্ক হয়নি। ২০২০ সালে সুশান্তের মৃত্যুর পর থেকে যেন ঝড় বয়ে গিয়েছে তাঁর জীবনে। মাঝে কেটে গিয়েছে চারটে বছর। নতুন ছন্দে ফেরার চেষ্টা করছেন তিনি। একটি হিন্দি রিয়্যালিটি শো-এ সঞ্চলিকার ভূমিকাতেও দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি নাকি নতুন সম্পর্কেও জড়িয়েছেন অভিনেত্রী।
গুঞ্জন, অভিনেত্রী মানুষী চিল্লারের প্রাক্তন প্রেমিক নিখিল কামাথের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। সেই গুঞ্জন জারি রেখেই শনিবার মুম্বইয়ের রাস্তায় ফ্রেমবন্দি রিয়া এবং নিখিল। ভারতের কনিষ্ঠ ধনকুবেরদের অন্যতম নিখিল কামাথ। দুজনের মুখেই মাস্ক পরা ছিল। বাইক সওয়ারিতে বেরিয়েছিলেন দুজনে। সেখানেই ফ্রেমবন্দি সুশান্তের প্রাক্তন প্রেমিকা। আর তাতেই ফের সুশান্ত ভক্তদের আক্রমণাত্মক মন্তব্যে ভরে গেছে সমাজমাধ্যমের পাতা।