দিশার সঙ্গে কোথায় সময় কাটাচ্ছেন টাইগার শ্রফ? দেখুন ভিডিও

বলিউডে অ্যাকশন এবং নাচের জন্য বিখ্যাত টাইগার শ্রফ তাঁর বিশেষ বন্ধু দিশা পাটানির সঙ্গে মালদ্বীপে শীতের ছুটি কাটাচ্ছেন। দুই তারকাই নিজের ইন্সটাগ্রামে ভিডিও এবং কিছু ছবি শেয়ার করেছেন যা দেখে সহজেই বোঝা যাচ্ছে জমিয়ে এই ছুটি এঁকে অপরের সঙ্গে উপভোগ করছেন তাঁরা। টাইগার এবং দিশাকে এর আগেও বেশ কয়েকবার একসাথে দেখা গিয়েছে। যখনই দিশা আর

দিশার সঙ্গে কোথায় সময় কাটাচ্ছেন টাইগার শ্রফ? দেখুন ভিডিও

বলিউডে অ্যাকশন এবং নাচের জন্য বিখ্যাত টাইগার শ্রফ তাঁর বিশেষ বন্ধু দিশা পাটানির সঙ্গে মালদ্বীপে শীতের ছুটি কাটাচ্ছেন। দুই তারকাই নিজের ইন্সটাগ্রামে ভিডিও এবং কিছু ছবি শেয়ার করেছেন যা দেখে সহজেই বোঝা যাচ্ছে জমিয়ে এই ছুটি এঁকে অপরের সঙ্গে উপভোগ করছেন তাঁরা। টাইগার এবং দিশাকে এর আগেও বেশ কয়েকবার একসাথে দেখা গিয়েছে। যখনই দিশা আর টাইগার কোনও ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তা ভাইরাল হয়ে যায়। টাইগার শ্রফ মালদ্বীপের যে ভিডিও ইন্সটাগ্রামে শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে সমুদ্রের মধ্যে ইনি হাওয়াতে বেশ কিছু অ্যাকশন করছেন।

স্টান্ট করার জন্য টাইগার বেশ বিখ্যাত, তার নমুনা এই ভিডিওতেও টের পাবেন। দিশা পাটানিও নিজের সাঁতার কাটার কিছু ছবি শেয়ার করেছেন।টাইগার শ্রফ কিছু দিন আগেই একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে দেখা যাচ্ছে তিনি ইয়ো ইয়ো হানি সিংয়ের গান উর্বশীতে জমিয়ে নাচ করছেন। টাইগারের এই ভিডিওটি বেশ ভাইরাল হয়। টাইগার শ্রফের সেই ভিডিওটির মতোই মালদ্বীপের ভিডিওটিও বেশ ভাইরাল হয়েছে।

 

View this post on Instagram

 

?? paradise

A post shared by disha patani (paatni) (@dishapatani) on Dec 26, 2018 at 6:41am PST

এর আগে টাইগার শ্রফ এবং তাঁর বিশেষ বন্ধু দিশা পাটানি এবং তাঁর বোন কৃষ্ণা শ্রফকে একই সঙ্গে দেখা গিয়েছিল।টাইগার শ্রফ এবং দিশা পাটানিকে ‘বাগি-2’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছে। তাঁদের জুটি মানুষ বেশ পছন্দ করেছেন। আগামী চলচ্চিত্র ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2’ এবং ‘বাগি-3’র কাজ নিয়েই এখন ব্যস্ত টাইগার। দিশা পাটানি ‘ভারত’ সিনেমার জন্য কঠোর পরিশ্রম করছেন। ‘ভারত’ সিনেমায় সলমান খান ও ক্যাটরিনা কাইফকেও দেখা যাবে।

 

View this post on Instagram

 

Hope you guys are “#takingiteasy“ this holiday!

A post shared by Tiger Shroff (@tigerjackieshroff) on Dec 24, 2018 at 11:32pm PST

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =