আরিয়ানের বিশেষ বান্ধীর প্যাডের ভিতর থেকে উদ্ধার মাদক! কে এই মুনমুন ধমেচা?

আরিয়ানের বিশেষ বান্ধীর প্যাডের ভিতর থেকে উদ্ধার মাদক! কে এই মুনমুন ধমেচা?

0d3906b36d2a010ca5ef2a5bfdca0caa

মুম্বই: মাদক-কাণ্ডে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র হেফাজতে শাহরুখ-পুত্র আরিয়ান খান৷ মেলেনি জামিন৷ বিলাসবহুল প্রমোদতরীতে পার্টি করার সময় মাদক নিয়ে ধরা পড়েছেন তিনি৷ এর পর থেকেই চর্চায় শাহরুখ-পুত্র৷ কিন্তু তাঁর পাশাপাশি আরও একটি নাম চর্চায় উঠে এসেছে৷ এনসিবি’র হাতে গ্রেফতার হয়েছেন তিনিও৷ তিনি হলেন মুনমুন ধমেচা৷ কিন্তু কে এই মুনমুন? তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ 

আরও পড়ুন- জামিন পেল না শাহরুখ-পুত্র, NCB হেফাজতেই থাকতে হবে আরিয়ানকে

অনেকেই ইতিমধ্যে আরিয়ানের সঙ্গে মুনমুনের ‘বন্ধুত্ব’ নিয়ে আলোচনা করতে শুরু করেছেন৷ জানা গিয়েছে মুনমুনের স্যানিটারি প্যাডের মধ্যে লুকানো ছিল মাদক৷ মধ্যপ্রদেশের এক ব্যবসায়ী পরিবারের মেয়ে এই মুনমুন৷ তিনি নিজে একজন মডেল৷ পেশার সূত্রেই শাহরুখ-পুত্রের সঙ্গে তাঁর আলাপ৷ ইনস্টাগ্রামেও বেশ পপুলার মুনমুন৷ সেখানে ১০ হাজার অনুরাগী রয়েছে তাঁর৷ তবে সেখানে কখনই আরিয়ানের সঙ্গে দেখা যায়নি তাঁকে৷ 

মুনমুন

এদিকে, এনসিবি-র জেরার মুখে মাদক নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন মুনমুন। জানিয়েছেন, আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলের কাছ থেকে মাদক সংগ্রহ করতেন তিনি৷ এদিকে আরিয়ানের দাবি, তাঁর ব্যাগ থেকে কিছু উদ্ধার হয়নি। আরবাজের কাছ সামান্য মাদক উদ্ধার হয়েছে। তিনি আরও জানান, তাঁকে ওই পার্টিতে অতিথি হিসেবে ডাকা হয়েছিল৷ আলাদা সুইট ছিল তাঁর জন্য। তিনি এও জানান, তিনি এনসিবির সঙ্গে সমস্ত সহায়তা করছেন। শুরু থেকেই আরিয়ানের দাবি, তাঁকে ভিআইপি অতিথি হিসেবে সেখানে আমন্ত্রণ করা হয়েছিল৷ সেকারণেই তিনি সেখানে গিয়েছিলেন। এমনকি প্রবেশ মূল্যের ১ লক্ষ টাকা পর্যন্ত তাঁকে দিতে হয়নি। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *