কেন পিছল ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ ছবির শুটিং?

মুম্বই: অভিযোগ উঠেছিল অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’-এর শুটিং আর্থিক সমস্যার কারণে বন্ধ হয়েছে। কিন্তু সম্প্রতি প্রযোজনার ঘনিষ্ঠ একটি সূত্রের খবর আর্থিক কারণে বন্ধ…

মুম্বই: অভিযোগ উঠেছিল অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’-এর শুটিং আর্থিক সমস্যার কারণে বন্ধ হয়েছে। কিন্তু সম্প্রতি প্রযোজনার ঘনিষ্ঠ একটি সূত্রের খবর আর্থিক কারণে বন্ধ হয়নি। পহেলগাম সন্ত্রাসী হামলার কারণে ছবির শুটিং বন্ধ করা হয়েছিল। ছবির ৩০% শুটিং কাশ্মীরে হওয়ার কথা ছিল। কিন্তু হামলার পর তা পিছিয়ে দেওয়া হয়।

প্রযোজনার ঘনিষ্ঠ একটি সূত্ মারফত খবর, ওয়েলকাম টু দ্য জাঙ্গল ছবির ৭০% শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বাকি ৩০% শুটিং কাশ্মীরে হওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার, ওই সময়েই পহেলগাম হামলা হয়। সেই কারণে শুটিংয়ের পরিকল্পনাটি পিছিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সোমবার একটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’-এর শুটিং বছরের পর বছর ধরে বেশ কয়েকটি বাধার সম্মুখীন হয়েছে। অভিনেতা এবং তাদের কর্মীদের পাওনা শোধ না করার কারণে শুটিং আটকে গিয়েছে। ছবিটি দেড় বছরেরও বেশি সময় ধরে শুটিংয়ের কাজ চলছে। অভিনেতা এবং তাদের কর্মীদের টাকা নে দেওয়ার সমস্যাও রয়েছে। ছবির কয়েকজন মুখ্য অভিনেতা ছবি থেকে বেরিয়ে এসেছেন বলেও খবর। কিন্তু এদিন ওই দাবি নস্যাৎ করে দেয় প্রযোজনা সংস্থা।

আহমেদ খান পরিচালিত ওয়েলকাম টু দ্য জাঙ্গল ছবিতে ৩৪ জন অভিনেতার একটি দল রয়েছে। এর প্রধান চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার, সুনীল শেঠি, পরেশ রাওয়াল, অনিল কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ, রবিনা ট্যান্ডন এবং দিশা পাটানি। ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে ওয়েলকাম টু দ্য জাঙ্গল-এর ঘোষণা করা হয়েছিল। প্রাথমিকভাবে এই বছরের ক্রিসমাসে মুক্তির কথা ছিল। পরে সেই মুক্তি স্থগিত করা হয়।

Welcome To The Jungle shoot was not halted due to financial issues. The shoot of the film was halted due to the Pahalgam terror attack.