দক্ষিণেশ্বর মন্দিরে যশ-নুসরত-মদন, সম্পর্কের জল্পনা কি তবে সত্যি?

জল্পনা কি তাহলে সত্যি হতে চলেছে? সত্যিই সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত? সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে যে যশ ও নুসরত একসঙ্গে দক্ষিণেশ্বরের কালীমন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র।

  

কলকাতা: জল্পনা কি তাহলে সত্যি হতে চলেছে? সত্যিই সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত? সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে যে যশ ও নুসরত একসঙ্গে দক্ষিণেশ্বরের কালীমন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র।

সোশ্যাল মিডিয়ার ওই ভিডিওয় নুসরতকে একেবারে বাঙালি বধূর সাজে দেখা গিয়েছে। পরনে গোলাপি কাঞ্জিভরম আর হাতে শাখা-পলা। সিঁথিতে রয়েছে সিঁদুর। নুসরতের পাশেই দাঁড়িয়ে যশ। তিনি পরেছেন টি শার্ট আর জিন্‌সের ট্রাউজার্স। সঙ্গে মাথায় টুপি ও মুখে মাস্ক। অভিনেত্রীর অন্য পাশে গাঢ় নীল পোশাকে দেখা গিয়েছে মদন মিত্রকে। ভিডিও ও ছবিটি ডিসেম্বরের মাঝামাঝি তোলা। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি মন্দিরে যাওয়ার পর থেকেই যশ এবং নুসরতের সম্পর্কের কানাঘুষো শুরর হয়। শুধু মন্দির নয়, অজমের শরিফের দরগার বাইরেও দু’জনের ছবি দেখা গিয়েছে। ভিডিওয় দেখা গিয়েছে, নুসরত ও মদনের আলাপচারিতায় মগ্ন। হাসিমুখে দুজনে কথা বলছেন। কথার শেষে একে অপরের সঙ্গে হাতও মেলালেন তাঁরা।

কিছুদিন আগে থেকেই যশ ও নুসরতের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। রাজস্থানে বর্ষশেষে ছুটি কাটানোর সময় থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা দানা বাঁধে। রাজস্থান থেকে ফিরে আসার পর এনিয়ে প্রশ্ন করা হলেও কোনও উত্তর দেননি যশ। সোশ্যাল মিডিয়াতেও মুখ খোলেননি তিনি। শুধু জানান, প্রতি বছরই তিনি একটি রোড ট্রিপ করেন। এবছরও তেমনই গিয়েছিলেন। কিন্তু আর কোনও কথা বলেননি তিনি। তবে নুসরত কিন্তু ছবি পোস্ট করছেন সোশ্যাল সাইটে। কিন্তু যে গুজব এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, তা নিয়ে মুখ খোলেননি তিনি। তাঁর বক্তব্য, তাঁর কাজ নিয়েই যেন কথা হয়, ব্যক্তিগত জীবন নিয়ে নয়।

কিন্তু এদিকে জল্পনা আরও বাড়ছে। কারণ শুধু রাজস্থান ট্রিপই নয়। বিলাসবহুল একটি রিসর্টে দুজনের একসঙ্গে সময় কাটানোর কথাও প্রকাশ্যে এসেছে। তার মধ্যে প্রকাশ্যে এল ভিডিও। ফলে পালে যে নতুন করে হাওয়া লাগল তা বলার অপেক্ষা রাখে না।

A post shared by 🖤🖤𝖄𝖆𝖘𝖍 𝕯𝖆𝖘𝖌𝖚𝖕𝖙𝖆 𝕷𝖔𝖛𝖊𝖗 🖤🖤 (@yashiaans_are_always_special_)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + ten =