ঈশানের বাবা কে? পিতৃপরিচয় জানিয়ে অবশেষে মুখ খুললেন নুসরত

ঈশানের বাবা কে? পিতৃপরিচয় জানিয়ে অবশেষে মুখ খুললেন নুসরত

কলকাতা:  অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সংবাদ শিরোনামে সাংসদ অভিনেত্রী নুসরত জাহান৷ তাঁর সন্তানের পিতৃপরিচয় নিয়ে কম চর্চা হয়নি৷ এদিকে, মাতৃত্বের প্রতিটি পর্বে তাঁকে আগলে রাখতে দেখা গিয়েছে ‘বন্ধু’ যশকে৷ দিন কয়েক আগে দক্ষিণ কলকাতায় একটি স্যালোঁর উদ্বোধনে এসেছিলেন সাংসদ অভিনেত্রী৷ সেই সময় ছেলে ঈশানের পিতৃ পরিচয় নিয়ে ফের ধোঁয়াশা তৈরি করে তিনি বলেছিলেন, ‘আমার সন্তানের বাবা জানে, বাবা কে’৷ তবে সেই সকল জল্পনা, ধোঁয়াশা, ধন্দের অবসান ঘটল বুধবার৷ প্রকাশ্যে ঈশানের পিতৃপরিচয়৷ 

আরও পড়ুন- উদ্দাম সঙ্গমে কোন পজিশনে থাকতে ভালোবাসেন তিনি? ফাঁস মালাইকার বেডরুম সিক্রেট

বুধবার কলকাতা পুরসভার ওয়েবসাইটে দেখা যায়, ছেলের পুরো নাম ঈশান জে দাশগুপ্ত৷ মায়ের নাম নুসরত জাহান জাহান রুহি৷ আর বাবার নামের পাশে লেখা দেবাশিস দাশগুপ্ত৷ ওরফে যশ৷ ছেলের জন্মের শংসাপত্রেই প্রকাশ্যে নুসরতের ছেলের পিতৃপরিচয়৷ ছেলের নামের সঙ্গে জোড়া হয়েছে বাবার পদবী৷  পুরসভার তরফে জানানো হয়েছে, অনলাইনে যশ ও নুসরতের ছেলের জন্মের শংসাপত্রের রেজিস্ট্রেশন নম্বর ১৬২৩৷ রাত সাড়ে ৯টার পর ঈশানের জন্ম সংশাপত্র আপডেট করে পুরসভা৷ আর তাতেই পরিষ্কার হয়ে যায় সবটা৷

নুসরত

আরও পড়ুন- ‘হিন্দুরা অনেক বেশি সহনশীল, ভারত কখনও আফগানিস্তান হবে না’, জাভেদ মন্তব্যে চাঞ্চল্য

গত এক বছর ধরে নুসরতকে সন্তানের পিতৃপরিচয় নিয়ে কম কটূক্তি, কটাক্ষ শুনতে হয়নি৷ তবে এতদিন প্রকাশ্যে এ বিষয়ে একটি বাক্যও খরচ করেননি ‘যশরত’৷ তবে ইনস্টাগ্রামে তাঁদের ছবি অনেক কথা বলছিল৷ যশই যে নুসরতের সন্তানের বাবা, তা নিয়েও জল্পনা চলছিল৷ আকারে ইঙ্গিতে তাঁরাও অনেক কথা বুঝিয়ে দিয়েছিলেন৷ তবুও সরাসরি তাঁদের মুখ থেকে সে কথা শোনার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা৷ বুধবার সকল প্রশ্নের উত্তর মিলল পুরসভার ওয়েবসাইটে৷      
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + fourteen =