বড় পার্দায় কাজের অভাব? বিতর্কের মাঝেই ফের ছোট পর্দায় ফিরছেন যশ

বড় পার্দায় কাজের অভাব? বিতর্কের মাঝেই ফের ছোট পর্দায় ফিরছেন যশ

কলকাতা: নেট পাড়ায় আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে এখন তিনি৷  সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের গর্ভে তাঁর সন্তান রয়েছে কিনা, তা নিয়ে জল্পনার অন্ত নেই সিনে প্রেমীদের মনে৷ নিন্দুকেরা আবার বলেন, নিখিল-নুসরতের সম্পর্ক ভাঙার নেপথ্য ‘খলনায়ক’ তিনিই৷  নিজেদের সম্পর্ক নিয়ে অবশ্য মুখে কুলুপ দু’জনেরই৷ তবে সোশ্যাল মিডিয়া চোখ রাখলেই দেখা যাবে তাঁদের নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট৷ এই সব বিতর্কের মাঝেই এবার কাজে মন দিতে চাইছেন যশ৷ ফিরছেন ছোট পর্দায়৷ 

আরও পড়ুন- রাজ্যের অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন নেই, হাইকোর্টে জোড় ধাক্কা শুভেন্দুর

‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিক দিয়ে বাংলা টেলিভিশনে যাত্রা শুরু করেছিলেন যশ৷ আবার সেই ছোট পর্দাতেই ফিরছেন তিনি৷ জানা গিয়েছে, স্টার জলসা এবং কালার্সে আসতে চলেছে দুটি নয়া রিয়্যালিটি শো৷ এর মধ্যেই কোনও একটিতে সঞ্চালকের ভূমিকায় তাঁকে দেখা যেতে পারে বলে গুঞ্জন৷ তবে ছোট পর্দার পাশাপাশি তিনটি ওয়েব সিরিজেও নাকি সই করেছেন তিনি৷ যদিও নুসরতের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে তাঁর হাত টলিপাড়া ফসকে গিয়েছে বলেই অনেকে মনে করছিলেন৷ কেউ কেউ আবার বলছিলেন, রাজনীতি আর নুসরতের চক্করে ডুবতে বসেছে যশের কেরিয়ার৷ সেই সব গুঞ্জনে জল ঢেলে ফের কাজের জগতে ফিরতে চলেছেন যশ৷ 

আরও পড়ুন- ফের ভোট বঙ্গে, ‘ভাগ্য পরীক্ষা’ মুখ্যমন্ত্রীর! সম্মতি নির্বাচন কমিশনের!

এরই মধ্যে আবার পরিবারের সঙ্গে তাঁর টানাপোড়েনর বিষয়টিও প্রকাশ্যে এসেছে৷ এই জল্পনা উস্কে দিয়েছে তাঁরই ইনস্টা পোস্ট৷  পরিবার নিয়ে বেশ হতাশা ফুটে উঠেছিল তাঁর ওই পোস্টে৷ যশ লিখেছিলেন, ‘আমি পরিবারের কুলাঙ্গার হতে পারি৷ কিন্তু যাঁরা নিজেদের সৎ বলে দেখান, তাঁরা ততটাও সৎ নন৷’’   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 16 =