দুর্যোগ রুখতে অবশেষে নড়েচড়ে বসল কেন্দ্র! আসছে ‘গ্রিন প্রোটেকশন’ সিস্টেম

Green Protection System ১৩ বছর আগে একটি বিশেষজ্ঞ কমিটি পাহাড়ি এলাকার পরিবেশ ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে তথ্যের ভিত্তিতে নানা দাবি সামনে এনেছিল। তা যে…

Green Protection

Green Protection System

১৩ বছর আগে একটি বিশেষজ্ঞ কমিটি পাহাড়ি এলাকার পরিবেশ ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে তথ্যের ভিত্তিতে নানা দাবি সামনে এনেছিল। তা যে কতটা জরুরি ছিল ওয়েনাড়ের বিপর্যয় সেটা বুঝিয়ে দিয়েছে। সেটা বাস্তবায়িত করলে আজ হয়ত ওয়েনাড়ের ঘটনা কাউকে দেখতে হতো না।

Central Government Implements Green Protection System

কেরলের ওয়েনাড় একাধিক ভূমিধসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সুন্দর জায়গাটি ঘিরে এখন শুধুই হাহাকার আর আর্তনাদের শব্দ। ধ্বংসস্তূপ সরালেই শুধু মৃতদেহ উঠে আসছে। শুধু ওয়েনাড় কেন, উত্তরাখণ্ড, সিকিম, হিমাচল প্রদেশ-সহ বহু পাহাড়ি জায়গায় প্রাকৃতিক দুর্যোগের বলি হচ্ছেন অসংখ্যা মানুষ। এই পরিস্থিতিতে পশ্চিমঘাট পর্বতমালা সংলগ্ন অঞ্চলকে পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকা বলে ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার।

Environmental protection

সেই সঙ্গে কেরল-সহ ছ’টি রাজ্যের ৫৯ হাজার ৯৪০ বর্গ কিলোমিটার অঞ্চলকে সংবেদনশীল বলে ঘোষণা করতে চলেছে কেন্দ্র। যে সমস্ত এলাকা সংবেদনশীল বলে ঘোষিত হতে চলেছে তার ৩৭ শতাংশ রয়েছে পশ্চিমঘাট পর্বতমালার এলাকাভুক্ত। ২০১১ সালে পরিবেশবিদ মাধব গাডমিলের নেতৃত্বে একটি কমিটি পশ্চিমঘাট-সহ বিভিন্ন এলাকা ‘গ্রিন প্রোটেকশন’-এর আওতাভুক্ত করার দাবি জানায়।

Green Protection

রিপোর্টে বলা হয়েছিল পশ্চিমঘাটের ৭৫ শতাংশ এলাকাকে ‘গ্রিন প্রোটেকশন’-এর আওতায় আনতে হবে। তবে এখন সেটা কমিয়ে ৩৭ শতাংশ এলাকাকে ‘গ্রিন প্রোটেকশন’-এর আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে একটি কমিটি গঠন করা হবে বলে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। কেরল ছাড়া বাকি রাজ্যগুলি হল গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক এবং তামিলনাড়ু। এখানে কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে আগামী দিনে বিশেষ পদক্ষেপ করা হবে।

Environmental policy

জামা গিয়েছে ‘গ্রিন প্রটেকশন’-এর আওতায় এলে এই অঞ্চলগুলিতে ইচ্ছা করলেই কেউ কোনও নির্মাণ করতে পারবেন না। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ ছাড়া সেখানে কিছুই করা যাবে না। ঘটনা হল ওয়েনাড় জুড়ে সাতশোর বেশি হোটেল ও রিসর্ট গড়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে সেখানকার বহু অঞ্চলের মাটি হালকা হয়ে গিয়েছে। কমেছে ধারণ ক্ষমতা।

India government initiative

তাই প্রবল দুর্যোগের মধ্যে এমন দুর্ঘটনা শুধু ওয়েনাড় কেন, অনেক জায়গাতেই ঘটে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই কেন্দ্র যে উদ্যোগ নিয়েছে তাতে আগামী দিনে কিছুটা হলেও নির্মাণে রাশ টানা যাবে বলে ওয়াকিবহাল মনে করছে। কিন্তু প্রশ্ন হল যে সুপারিশ ১৩ বছর আগে করা হয়েছিল, এতদিন সেটা নিয়ে নাড়াচাড়া করা হয়নি কেন? ২০১১ থেকে ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ছিল।

Environmental conservation

এরপর টানা ১০ বছর ধরে রয়েছে এনডিএ সরকার। কিন্তু সেই রিপোর্ট অনুযায়ী কেউই কোনও পদক্ষেপ করেনি। দেশের পাহাড়ি এলাকার পর্যটন কেন্দ্রগুলিতে সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক হোটেল ও রিসর্ট তৈরি হয়েছে। তবে আশার কথা দেরিতে হলেও ঘুম ভেঙেছে সরকারের। ভাই আগামী দিনে রিপোর্ট অনুযায়ী কী পদক্ষেপ করা হয় সেটাই দেখার।

আরও পড়ুন-

তাহিতির অলিম্পিক্স সার্ফিং ইভেন্টের পিছনে লুকিয়ে দীর্ঘ পরিবেশগত সংগ্রাম

পুরুলিয়ার মকুটে নতুন পালক, প্রথম কৃষি কলেজ পাচ্ছে জেলা

মারাত্মক বিপদের মুখে ভারত! টাল খেয়ে গেছে পৃথিবী

এ তো সাক্ষাৎ যম! দিল্লি থেকে সৌদি আরব, তাপদাহে মৃত্যু মিছিল অব্যাহত

Environment: Central government steps up with ‘Green Protection‘ system to prevent disasters in ecologically sensitive areas. Will it finally address the pressing environmental concerns highlighted 13 years ago? Learn about the new measures and their impact.