কলকাতা: আলতা পরার আলাদাই মাধুর্য্য। তাই তো মেহেন্দি নয়, সাবেকি আলতায় হাত রাঙালেই বেশি সুন্দর লাগে বাঙালি বিয়েতে। আজকাল এটাই যেন ট্রেন্ডে পরিণত হচ্ছে।
আসলে, বাঙালির সঙ্গে আলতার বিশেষ একটা যোগসূত্র রয়েছে। কথায় কথায় আমরা বলি দুধে আলতা রং। আলতাকে ঘিরে যেমন গল্প রয়েছে তেমনই আছে নস্ট্যালজিয়াও। বাড়ির যে কোনও শুভ কাজের প্রতীক হল এই আলতা। কিন্তু পেডিকিওর বা স্পা এর যুগে আলতাকে অনেকটাই ব্যাকডেটেড বলে মনে করা হয়েছে মাঝে বেশ অনেকটা সময়। কিন্তু আবারও সেই আলতা ফিরছে। হালফিলের ফ্যাশনে নতুন নতুন ডিজাইনে হাত পা ভরাচ্ছে এই আলতাই। হারিয়ে যাওয়া নাপিত বৌ এর ডাকখোঁজ বাড়ছে। অনেকেই আজকাল আলতা আর মেহেন্দি একসঙ্গে পরেন। এটাও দেখতে বেশ লাগে। তবে লাল আলতার কোনও তুলনাই নেই। আলতা পায়ে পরে লবঙ্গ দিয়ে ডিজাইন তোলা কিংবা হাতের তালুতে গোল করে আলতা দিয়ে আঙুলে আলতা ভরে দিলেও সুন্দর লাগে দেখতে। তবে আলতা শুকনো পর্যন্ত অপেক্ষা করতে হবে নইলে ঘেঁটে যেতে পারে। তাই বিয়ের অনুষ্ঠানে এবার মেহেন্দির বদলে সুন্দর করে আলতা পরুন, অনেক বেশি ট্র্যাডিশন্যাল লাগবে দেখতে।