হাওড়ায় দুয়ারে সরকারের ক্যাম্পে ফর্ম নেওয়ার হুড়োহুড়ি, পদপিষ্ট ১২

হাওড়ায় দুয়ারে সরকারের ক্যাম্পে ফর্ম নেওয়ার হুড়োহুড়ি, পদপিষ্ট ১২

হাওড়া:  হাওড়ার দাশনগরে দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম পেতে হুড়োহুড়ি৷ বালিটিকুরীতে পদপিষ্ট ১২ জনেরও বেশি৷ 

আরও পড়ুন- তুঙ্গে ২৮শে’র প্রস্তুতি, ‘দেশ বাঁচাবে মমতা’ টিজার লঞ্চ তৃণমূল ছাত্র পরিষদের

বৃহস্পতিবার বালিটিকুরী মুক্তারাম হাইস্কুলে দুয়ারে সরকারের শিবিরের বাইরে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম পেতে ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়েছিলেন স্থানী বাসিন্দারা৷ সকাল ১০টা নাগাদ গেট খুলতেই হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করে কয়েকশো মানুষ৷ সামনে দাঁড়ানো কয়েকজন পড়ে গিয়ে পদপিষ্ট হন৷ দ্রুত তাঁদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায় দাশনগর থানার পুলিশ৷ এই ঘটনায় এখনও প্রশাসনের প্রতিক্রিয়া মেলেনি৷ 

সরকারি প্রকল্পের বিভিন্ন ফর্ম নিতে ভোর রাত থেকেই স্কুলের গেটের বাইরে লাইনে দাঁড়িয়েছিলেন বাসিন্দারা৷  সকাল ১০টায় গেট খুলতেই পিছনে দিক থেকে হুড়মুড় করে ঢোকার জন্য ধাক্কা দেওয়া হয়৷ ফলে যাঁরা সামনে ছিলেন, তাঁরা পড়ে যান৷ তাঁদের তোলার চেষ্টা না করেই তাঁদের উপর দিয়ে পিছন দিক থেকে ভিড় ভিতরে ঢোকার চেষ্টা করে৷ এই ঘটনায় ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে৷ ঘটনাস্থলে উপস্থিত পুলিশ তড়িঘড়ি আহতদের হাসপাতালে নিয়ে যায়৷ সেখানেই আহতদের চিকিৎসা করা হচ্ছে৷ 

আরও পড়ুন- হাতে গুচ্ছ কারণ! উপনির্বাচন আটকাতে কোমর বেঁধে নামল বিজেপি

বিভিন্ন জায়গায় দুয়ারে সরকার ক্যাম্পে বিপুল ভিড় হচ্ছে৷ ভিড় নিয়ন্ত্রণে প্রচুর পুলিশও মোতায়েন করা হয়েছে৷ এর পরেও আজ যে ঘটনা ঘটল তা নিয়ন্ত্রণ করা যায়নি৷ তবে এই ঘটনার পর বাড়তি সতর্কতা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে৷             
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + four =