উৎসবের মরশুমে প্যাকেটে ছ্যাঁকা, মাস পড়তেই ১০০ টাকার বেশি দাম বাড়ল রান্নার গ্যাসের

উৎসবের মরশুমে প্যাকেটে ছ্যাঁকা, মাস পড়তেই ১০০ টাকার বেশি দাম বাড়ল রান্নার গ্যাসের

নয়া দিল্লি: মাসের শুরুতেই ধাক্কা৷ উৎসবের মরশুমে গ্যাসের দামে ছ্যাঁকা। ১০০ টাকার উপরে দাম বাড়ল রান্নার গ্যাসের। আজ, ১ নভেম্বর থেকেই এই দাম কার্যকর হবে বলে অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়েছে। ফলে এবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার কিনতে হলে গুনতে হবে ১,৯৪৩ টাকা। তবে  বাড়ির হেঁশেলে ব্যবহৃত ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দামে আপাতত কোনও পরিবর্তন আনা হয়নি।

প্রতি মাসের শুরুতে বিশ্ববাজারে অপরিশোধিত পেট্রোলিয়ামের দামের ভিত্তিতে অয়েল মার্কেটিং সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন ঠিক করে থাকে। সেই হিসাবেই নভেম্বর মাসে এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকার বেশি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যার ফলে আগে এবার ১৯ কেজি বাণিজ্য়িক এলপিজি সিলিন্ডার কিনতে কলকাতায় খরচ হবে ১,৯৪৩ টাকা। আগে লাগত ১,৮৩৯ টাকা৷ ফলে হোটেল, রেস্তোরাঁ মালিকদের পকেটের চাপ বাড়ল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *