বোমা মেরে রামমন্দির ওড়ানোর হুমকি, নিশানায় যোগী আদিত্যনাথও

বোমা মেরে রামমন্দির ওড়ানোর হুমকি, নিশানায় যোগী আদিত্যনাথও

2 arrested

অযোধ্যা: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷ আঁটসাঁট নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে গোটা শহর৷ এরই মধ্যে বোমা মেরে রামমন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এল উড়ো ফোন৷ শুধু রামমন্দির ওড়ানো নয়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং এসটিএফ প্রধান অমিতাভ যশকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই ঘটনার তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করল ইউপি পুলিশ৷ 

প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসেই আইদেবেন্দ্রঅফিস (@iDevendraOffice) নামের একটি অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডেলে এই হুমকি বার্তা দেওয়া হয়েছিল৷ সেই ঘটনায় লখনউয়ের গোমতী নগর থেকে দুই অভিযুক্ত তাহের সিং এবং ওমপ্রকাশ মিশ্রাকে গ্রেফতার করেছ এসটিএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *