ব্রেকিং: রাজ্যে ফের উদ্ধার টাকার পাহাড়, খরদার একটি ফ্ল্যাট থেকে মিলল ৩২ লক্ষ টাকা

ব্রেকিং: রাজ্যে ফের উদ্ধার টাকার পাহাড়, খরদার একটি ফ্ল্যাট থেকে মিলল ৩২ লক্ষ টাকা

 কলকাতা: টালিগঞ্জ, বেলঘরিয়া, গার্ডেনরিচের পর রাজ্যে ফের উদ্ধার টাকার পাহাড়৷ খড়দার একটা ফ্ল্যাটে হানা দিয়ে উদ্ধার হল নগদ প্রায় ৩২ লক্ষ টাকা৷ অভিযান চালিয়ে এই টাকার পাহাড় উদ্ধার করে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ৷ এই বিপুল পরিমাণ টাকা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেওয়ার জন্য কমিশন বাবদ নেওয়া হয়েছিল বলে প্রাথমিক ভাবে অনুমান৷ এই টাকার উৎস কী? কাকে দেওয়ার জন্য ছিল রাখা ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে ব্যারাকপুর কমিশনারেট৷

আরও পডুন- কার থেকে চাকরিপ্রার্থীর কাছে এসেছিল ফোন? হাইকোর্টে জানাল সিবিআই

এসএসসি দুর্নীতির তদন্তে নেমে বিপুল পরিমাণে টাকা উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ রাজ্যে ফের উদ্ধার ‘যকের ধন’৷ গতকাল রাতে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ গোপন সূত্রে খবর পেয়ে খড়দার একটি বহুতল আবাসনে হানা দেয়৷ এই আবাসনের দোতলার বাসিন্দা অমিতাভ দাসের ঘরে তল্লাশি চালিয়েই মেলে টাকার পাহাড়ের হদিশ৷ প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বিভিন্ন কলেজে এলএলবি, ডি-ফার্ম, বিএসসি, বিএ-সব বিভিন্ন কোর্সে ভর্তি করিয়ে দেওয়ার জন্য কমিশন হিসাবে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছিল৷ কারও থেকে ১ লক্ষ টাকা, কারও থেকে দেড় লক্ষ টাকা নেওয়া হত৷ এই টাকা সেই কমিশনের টাকা বলেই প্রাথমিক ভাবে দাবি পুলিশের৷ এই চক্রের সঙ্গে কারা কারা যুক্ত, কোথা থেকে এই চক্র পরিচালনা করা হচ্ছিল, সেই খবর জানার চেষ্টা করছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দারা৷ এই ঘটনার সঙ্গে কারা জড়িত, সে সম্পর্কে এখনও কিছু জানায়নি পুলিশ৷