করোনা পরীক্ষার ভয়ে স্টেশন থেকে উধাও ৪০০ যাত্রী

করোনা পরীক্ষার ভয়ে স্টেশন থেকে উধাও ৪০০ যাত্রী

গুয়াহাটি: কোভিড 19 পরীক্ষা করানোর ভয়ে স্টেশন থেকে পালিয়ে গেলেন প্রায় ৪০০ জন যাত্রী৷ 

অসমের যে কোনও স্টেশনে ট্রেন পৌঁছলে কোভিড ১৯ পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার অসমে পৌঁছনো একটি ট্রেনের যাত্রীদের করোনা পরীক্ষা করার কথা ছিল৷ করোনা ভাইরাসের পরীক্ষা করানোর ভয়ে স্টেশন থেকে পালিয়ে গেলেন প্রায় ৪০০ জন যাত্রী৷ স্টেশনে ভিতর লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। করোনার পরীক্ষা করাতে হবে জানতে পেরেই, কার্যত তাড়াহুড়ো করে পা চালিয়ে স্টেশন থেকে বেরিয়ে পড়লেন আট থেকে আশি বছরের প্রায় ৪০০ জন যাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তামিলনাড়ু থেকে রওনা দেওয়া বিবেক এক্সপ্রেস কেরল, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গ হয়ে পাঁচদিনে সোমবার অসমে পৌঁছয়। কন্যাকুমারী থেকে ডিব্রুগড়ে পৌঁছনো এই ট্রেনটিতে বেশিরভাগই ছিলেন পরিযায়ী শ্রমিক। তাতে ছিলেন বেশ কয়েকজন শিশু ও মহিলা। 

যেখানে অসমে ট্রেন যাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে, সেখানে তার পরেও এভাবে ফাঁকি দিয়ে বেরিয়ে গেলেন প্রায় ৪০০ জন যাত্রী। এই ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে কী ভাবে যাত্রীদের মধ্যে এতটা বেররোয়া ভাব হয়? তা নিয়েই প্রশ্ন উঠছে। গুয়াহাটি থেকে ৬০ কিলোমিটার দূরে জাগি রোড স্টেশনে সোমবার এই ঘটনাটি ঘটেছে। কোভিড ১৯ পরীক্ষাকে ফাঁকি দিয়ে শয়ে শয়ে যাত্রীদের পা চালানোর ভিডিও স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার পর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পুলিশ এবং রেলকর্তাদের উপস্থিতি সত্ত্বেও কী ভাবে যাত্রীরা বেরিয়ে গেলেন, তা নিয়েই বিতর্ক শুরু হয়েছে।
উল্লেখ্য, গত বছরও বিহারে এই একই দৃশ্য দেখা গিয়েছিল। করোনা পরীক্ষা করানোর ভয়ে বক্সারের একটি স্টেশনে হাজার হাজার যাত্রী ট্রেন থেকে নেমে কার্যত পালিয়ে যান। অসমে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার নতুন করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে৷ ৮০ জনের মৃত্যুও হয়েছে বলে জানা গিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =