নির্দলদের ‘শাস্তি’ দেওয়া শুরু, অভিষেকের নির্দেশে একসঙ্গে সাসপেন্ড ৫৬ জন

নির্দলদের ‘শাস্তি’ দেওয়া শুরু, অভিষেকের নির্দেশে একসঙ্গে সাসপেন্ড ৫৬ জন

 কলকাতা: পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের সামনে সবচেয়ে বড় কাঁটা নির্দল প্রার্থী৷ এই বিষয়ে নির্বাচন কমিটির বৈঠক থেকে কড়া বার্তা দিয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নবজোয়ার কর্মসূচি শেষে একই বার্তা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এরপরেও দলীয় প্রার্থী হতে না পেরে নির্দল হয়ে দাঁড়ানোর প্রক্রিয়া চলতে থাকে৷ কালীঘাটের নির্বাচনী বৈঠকের পর অনুরোধের সুরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যাঁরা দলের প্রার্থীর বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়িয়েছেন, তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিন। নইলে দলের দরজা বন্ধ হয়ে যাবে। এত কিছুর পরেও মনোনয়ন তোলেননি অধিকাংশই৷  তাঁদের বিরুদ্ধেই এবার সাংগঠনিক পদক্ষেপ করল তৃণমূল। শনিবার দুপুর পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দল থেকে সাসপেন্ড হলেন ৫৬ জন৷ জেলাভিত্তিক রিপোর্ট আসার পর এই সংখ্যাটা আরও বাড়বে বলেই ওয়াকিবহাল মহলের অনুমান৷

এখনও পর্যন্ত যা খবর তাতে বহিষ্কারের নিরিখে সবার উপরে রয়েছে নদিয়া। দলের নির্দেশের পরেও যাঁদের হুঁশ ফেরেনি, তেমন ২১ জনকে সাসপেন্ড করেছে দল। এক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ দিনাজপুর। সেখানে ১৭ জনকে সাসপেন্ড করা হয়েছে৷ মুর্শিদাবাদের সাসপেন্ড হয়েছেন ১০ জন৷ 

আগেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এবারের প্রার্থী বাছাইয়ের কাজ অনেকগুলো দিক দেখে করা হয়েছে। মানুষের কাজ করার ক্ষেত্রে যাঁদের সদিচ্ছার অভাব রয়েছে তাঁদের বাদ দিয়েছে দল। স্বচ্ছ ভাবমূর্তিতে জোর দিয়েই তেইশের প্রার্থী বাছাইয়ের কাজ হয়েছে বলে জানিয়েছেন অভিষেকও। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =