নয়াদিল্লি: ভারতের তৈরি কাশির ওষুধ খেয়ে গ্যাম্বিয়ায় মৃত্যু হল অন্তত ৬৬ জন শিশুর! এমনই দাবি করা হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র তরফে। ইতিমধ্যেই মেডেন ফার্মাসিউটিক্যাল নামে ওই ভারতীয় কোম্পানির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে হু। ওই কোম্পানির বিরুদ্ধে সতর্কতাও জারি করা হয়েছে। সূত্রের খবর, এই অভিযোগ সামনে আসতেই নয়ডার ওই ওষুধ সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন- উত্তরাখণ্ডে তুষারধসের বলি এভারেস্টজয়ী পর্বতারোহী! ছন্দার পর সবিতা
মেডেন ফার্মাসিউটিক্যাল সংস্থায় তৈরি করা হয়েছিল প্রোমেথাজাইন ওরাল সলিউশন, কোফেক্সমালিন বেবি কাফ সিরাপ, মেকফ বেবি কাফ সিরাপ এবং ম্যাগ্রিপ এন্ড কোল্ড সিরাপ৷ ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে খবর, গত ২৯ সেপ্টেম্বর এই ওষুধগুলির বিষয়ে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়াকে সতর্ক করে হু। এরপরেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন৷
মেডেন ফার্মাসিউটিক্যালের বিরুদ্ধে অভিযোগ, তারা পশ্চিম আফ্রিকার নানা দেশে বিষাক্ত ওষুধ রফতানি করেছে৷ ওই কফ সিরাপ খাওয়ার ফলে শিশুদের কিডনি বিকল হয়ে গিয়েছে। এই বিষাক্ত কফ সিরাপ খেয়ে মোট ৬৬ জন শিশুর মৃত্যু হয়েছে। কাঠগড়ায় তোলা হয় মেডেন ফার্মাসিউটিক্যালের ওই চারটি কফ সিরাপকে। পরীক্ষা করে দেখা যায়, এই কফ সিরাপগুলিতে বেশ কিছু বিষাক্ত কেমিক্যাল রয়েছে৷ যার ফলে ওই ওষুধ খেতেই পেট ব্যথা, বমির মতো উপসর্গ দেখা দিচ্ছে। ধীরে ধীরে কিডনি বিকল হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ছে শিশুরা৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস গেব্রেয়াসাস টুইট করে বলেন, “এইভাবে তরতাজা শিশুদের চলে যাওয়ার ঘটনা, অত্যন্ত কষ্টকর। হু-এর তরফ থেকে মেডিক্যাল সতর্কতা জারি করা হচ্ছে। মনে করা হচ্ছে, বিশেষ চারটি কফ সিরাপ খাওয়ার ফলে কিডনি বিকল হয়ে শিশুদের মৃত্যু হয়েছে।” হু-র পক্ষ থেকে আরও বলা হয়, পরীক্ষাগারে এই ওষুধগুলির নমুনা পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে, এতে ইথিলিন গ্লাইকল এবং ডাইইথিলিন গ্লাইকলের মতো আপত্তিকর উপাদান রয়েছে৷ এগুলি মানব শরীরের পক্ষে শুধু ক্ষতিকরাকই নয়, এর থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
