মায়ের কোল থেকে দোতলার কার্নিশে ৮ মাসের শিশু! প্রতিবেশিদের দুঃসাহসিক অভিযানে উদ্ধার

মায়ের কোল থেকে দোতলার কার্নিশে ৮ মাসের শিশু! প্রতিবেশিদের দুঃসাহসিক অভিযানে উদ্ধার

imagesmissing

চেন্নাই:  ঘরে কিছুতেই থাকতে চাইছিল না একরত্তি৷ তাই তাকে খাওয়াতে কোলে করে বারান্দায় নিয়ে গিয়েছিলেন তার মা। আর সেটাই হল কাল৷ ছটফট করতে করতে মায়ের কোল থেকে ফসকে পড়ে যায় শিশুটি৷ তবে রক্ষে উপর থেকে মাটিতে আছড়ে পড়েনি সে৷ দোতলার কার্নিশের উপরে গিয়ে পড়ে শিশুটি। বাচ্চাটিকে এ ভাবে ঝুলতে দেখে চিৎকার শুরু করে দেন প্রতিবেশীরা৷ তড়িঘড়ি তাঁরা ছুটে এসে নীচে চাদর বিছিয়ে ধরো৷ অন্যদিকে, জানলা দিয়ে কার্নিশে নেমে শুরু হয় দুঃসাহসিক অভিযান৷ না কোনও অঘটন ঘটেনি৷ শেষমেষ উদ্ধার করে আনা হয় শিশুটিকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো৷ 

রবিবার তামিলনাড়ুর চেন্নাইয়ে ঘটনাটি ঘটে। আভাদি এলাকায় একটি কমপ্লেক্সে থাকে ওই শিশুর পরিবার৷ শিশুকে পড়ে যেতেই উল্টোদিকের আবাসনের বাসিন্দারা চিৎকার-চেঁচামেচি শুরু করে দেন৷ চারপাশ থেকে সকলে বেরিয়ে আসেন। তার পর জানলা দিয়ে বেরিয়ে উদ্ধার করা হয় শিশুটিকে।

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *