কোন্নগর: রবিবার সকাল থেকে রাজ্যের ১০৮টি পুরসভায় চলছে ভোটগ্রহণ৷ সকাল থেকেই দফায় দফায় অশান্তির খবর মিলেছে৷ এবার ঝরল রক্ত৷ আক্রান্ত কোন্নগরের ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণা ভট্টাচার্য। ষাটোর্ধ্ব প্রার্থীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। তাঁর পায়ে ক্ষত সৃষ্টি হয়ছে৷ ক্ষত দিয়ে অবিরাম রক্ত ঝরছে৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন- পুলিশের সামনেই লাইন, ভোটার কার্ড ছাড়াই দু’বার ভোট
কৃষ্ণা ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য ভাইস প্রেসিডেন্ট। তাঁকে কোন্নগরের ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী করা হয়েছে৷ কৃষ্ণাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তাঁর পায়ে চোট লেগেছে৷ যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। আক্রান্ত প্রার্থীর ভিডিয়ো পোস্ট করে টুইট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি বলেন, “বাংলায় গণতন্ত্র লুন্ঠিত হচ্ছে। নির্বাচনে রক্ত ঝরছে। তৃণমূলের গুণ্ডাবাহিনী বিজেপির প্রাক্তন রাজ্য ভাইস প্রেসিডেন্টের ওপর হামলা চালিয়েছে। তাঁর উপর অমানবিক অত্যাচার করা হয়েছে৷ কৃষ্ণা ভট্টাচার্য লড়ছেন তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে৷’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>