নতুন বছরের আগেই সুখবর! ২০২০-২২ শিক্ষাবর্ষে D.El.Ed. পরীক্ষার ফলাফল প্রকাশিত

নতুন বছরের আগেই সুখবর! ২০২০-২২ শিক্ষাবর্ষে D.El.Ed. পরীক্ষার ফলাফল প্রকাশিত

26bc295aee2016ddc0758537db066883

কলকাতা: ২০২০-২২ শিক্ষাবর্ষের ডি.এল.এড পরীক্ষার ফল প্রকাশিত হল রাজ্যে। চলতি বছর নভেম্বর মাসে ডিএলএড পরীক্ষা হয়৷ চূড়ান্ত পর্বের ওই পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪২ হাজারেরও বেশি পরীক্ষার্থী৷  তার মধ্যে প্রায় ৩৯ হাজার প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। প্রথম বিভাগে ডিস্টিংসন সহ পাস করেছেন ২৮৭২৬ জন। প্রথম বিভাগে পাশ করেছেন ১০২৪৫ জন। ৯ জন পরীক্ষার্থী দ্বিতীয় বিভাগ পেয়েছেন। প্রথম বিভাগে পাশ করা মহিলা পরীক্ষার্থীর সংখ্যা কুড়ি হাজার এর বেশি।

আরও পড়ুন- টেট ইন্টারভিউয়ের দ্বিতীয় দফার দিনক্ষণ ঘোষণা করল পর্ষদ, জেনে কবে

ডি.এল.এড-এ দু’বছরের কোর্সের চারটি সেমিস্টারে নেওয়া হয়।  পর্ষদ সভাপতি গৌতম পাল পরীক্ষার আগেই জানিয়েছিলেন, “দীর্ঘদিন ধরে ডি.এল.এড-এর পরীক্ষা নিয়ে একাধিক অভিযোগ আসছে। তার জন্যই আমরা স্কুল-সরকারি কলেজে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে তাদের পঠন-পাঠন যাতে  বিঘ্নিত না হয় সেই ভেবেই যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।” রাজ্যে ৬০০টির ও বেশি ডি.এল.এড কলেজ রয়েছে। প্রায় ৪৫ হাজার ছাত্রছাত্রী প্রতি সেমিস্টারে পরীক্ষা দেন।