শিলিগুড়িতে জয়ী ‘সম্ভাব্য মেয়র’ গৌতম দেব, বোর্ড গঠনের পথে তৃণমূল

শিলিগুড়িতে জয়ী ‘সম্ভাব্য মেয়র’ গৌতম দেব, বোর্ড গঠনের পথে তৃণমূল

কলকাতা:  শিলিগুড়িতে পুরবোর্ড গঠনের পথে তৃণমূল? ৩৩ নং ওয়ার্ড থেকে জয়ী ‘সম্ভাব্য মেয়র’ গৌতম দেব৷ ৩ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি। এই  জয় শিলিগুড়িবাসীকে উৎসর্গ করেছেন তৃণমূল প্রার্থী৷ 

আরও পড়ুন- চার পুরনিগমে সবুজ ঝড়, এখনও খাতা খুলতেই পারল না বিজেপি

চার পুরনিগম আসানসোল, শিলিগুড়ি, বিধাননগর ও চন্দননগরে হয় জয়ী কিংবা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীরা। শিলিগুড়িতে গৌতম দেব তিন হাজারেরও বেশি জয়ে জিতে গিয়েছেন। আসানসোলে এগিয়ে রয়েছেন অমরনাথ চট্টোপাধ্যায়, চন্দননগরে এগিয়ে রাম চক্রবর্তী এবং বিধাননগরে এগিয়ে বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তী৷ 

শিলিগুড়ি পুরনিগমে রীতিমতো সবুজ ঝড়। ১১টি ওয়ার্ডে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীরা। ৩টি ওয়ার্ডে ইতিমধ্যেই জয় পেয়ে গিয়েছে তৃণমূল৷ তবে ১ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন আরএসপি প্রার্থী বিশ্বজিৎ রায়৷  বিজেপি-র মেয়র পদপ্রার্থী তথা শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ পিছিয়ে পড়েছেন নিজের ওয়ার্ডেই। ১৬ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী সুজয় ঘটক৷

সোমবার সকাল ঠিক ৮টা৷ চার পুরনিগমে শুরু হয় ভোট গণনা৷ ত্রিস্তরীয় নিরাপত্তায় গণনা চলছে৷ প্রতিটি বুথে রয়েছে সিসি ক্যামেরা৷ গণনাকেন্দ্রের ২০০ মিটার পর্যন্ত জারি করা হয়েছে ১৪৪ ধারা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 16 =